Advertisement

Hungama Dot Com: এবার 'হাঙ্গামা' করবেন শ্রাবন্তী- ওম- বনি- কৌশানীরা! আসছে জমজমাট রম-কম

Bengali Romantic Comedy Film: ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে, এক মজাদার হাসির গল্পের স্বাদ পাবেন দর্শকেরা। যার সঙ্গে পরোতে পরোতে রয়েছে রোম্যান্স।

আসছে রম-কম ছবি 'হাঙ্গামা ডট কম'আসছে রম-কম ছবি 'হাঙ্গামা ডট কম'
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Oct 2022,
  • अपडेटेड 4:51 PM IST

জীবনে নিজেকে হাসিখুশি রাখা খুব জরুরি। বর্তমান সময়ের ব্যস্তবহুল জীবনে ও প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে, প্রাণখুলে হাসার সুযোগ বোধ হয় খুব কমই মেলে। একথা মাথায় রেখেই এবার এক রম- কম ছবি (Rom Com Film) দর্শকদের উপহার দিতে চলেছেন ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় (Dr. Krishnendu Chatterjee)।

এস.এস.উদ্দিনের উপস্থাপনায়, এসএসথ্রি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজনায়, আসছে 'হাঙ্গামা ডট কম' (Hungama Dot Com)। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দু'জোড়া অভিনেতা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti
Chatterjee), ওম সাহানি (Om Sahani), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) প্রথমবার একসঙ্গে ফ্রেম শেয়ার করবেন এই ছবিতে। 

নাম শুনেই বোঝা যাচ্ছে, এক মজাদার হাসির গল্পের স্বাদ পাবেন দর্শকেরা। যার সঙ্গে পরোতে পরোতে রয়েছে রোম্যান্স। শ্রাবন্তী, ওম, বনি ও কৌশানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকার, তুলিকা বসু, বিশ্বনাথ বসু এবং ঋষিরাজের মতো অভিনেতারা। পরিচালনার পাশাপাশি, গল্প ও চিত্রনাট্য লিখেছেন ডাঃ কৃষ্ণেন্দু  নিজেই। 

আরও পড়ুন

কথায় বলে, 'জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে...'। তবে এই ছবির গল্পে জন্ম বা মৃত্যু নেই। আছে শুধু প্রেম, রোম্যান্স এবং ঘনিষ্ঠ সম্পর্কের রসায়ন। দুই ভিন্ন পরিবার ও সংস্কৃতির দু'জন মানুষ যখন প্রেমে পড়ে, তখন তাদের প্রেম কাহিনির শুভ সমাপ্তি হয় না বহুক্ষেত্রেই। অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় তাদের। দুই পরিবারের কেউই একে অপরকে সহ্য করতে পারে না। সম্রাট, পূজা, অভিমন্যু, অর্চনা দুই জুটির জীবনেও ঘটতে থাকে এরকম নানা ঘটনা। সম্রাট- পূজাকে ভালোবাসে, যে অভিমন্যুর বড় বোন। অন্যদিকে অভিমন্যু- অর্চনাকে ভালোবাসে, যে সম্রাটের বোন। কীভাবে এগোবে তাদের গল্প?

এছাড়াও গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র হল বিরাট, বঙ্কিম, চৈতালী, নূপুর, বস ও রামসিংহ। কাকে কোন চরিত্রে দেখা যাবে এবং তাদের জন্য কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এই সব উত্তর মিলবে 'হাঙ্গামা ডট কম' ছবিতে। 

 

Read more!
Advertisement
Advertisement