Advertisement

Indraneil-Shataf: শহরের নাশকতা- সন্ত্রাসবাদ নিয়ে নতুন বাংলা ছবি! মুখ্য চরিত্রে শতাফ, ইন্দ্রনীল

Indraneil Sengupta- Shataf Figar: ছবি নির্মাণে রিয়েল লাইফ 'লুক অ্যান্ড ফিলের' ওপর জোর দিচ্ছেন পরিচালক। এজন্যে কলকাতার বেশ কিছু বস্তি এলাকাকে চিহ্নিত করে, বেছে নেওয়া হবে শ্যুটিং লোকেশন হিসাবে।

অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও শতাফ ফিগার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Mar 2022,
  • अपडेटेड 8:35 PM IST
  • আসছে নতুন বাংলা ছবি 'জয় হিন্দ'।
  • নাশকতা- সন্ত্রাসবাদই মূলত ছবির বিষয়বস্তু।
  • মুখ্য চরিত্রে শতাফ ফিগার ও ইন্দ্রনীল।

তিলোত্তমার বুকে ঘটেছে একের পর এক বিস্ফোরণ। আর সেই নাশকতার ঘটনার তদন্ত ভার পড়ে এটিএস অফিসার ইমতিয়াজ কবীর ও তার টিমের ওপর। তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হতে শুরু করে। আরও বড় ষড়যন্ত্রের তথ্য সামনে আসে ইমতিয়াজের। অপরাধীদের দমনের সময় টিমের প্রিয় সদস্যকে হারায় সে। এবার তাদের কোন কৌশলে ধরা পড়বে ষড়যন্ত্রকারীরা? কলকাতাকে রক্ষা করতে পারবে তারা? এইভাবেই এগোবে নতুন বাংলা ছবি (New Bangla Movie) 'জয় হিন্দ' (Jai Hind) -র গল্প। 

প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'জয় হিন্দ'। অভিনয় করছেন শতাফ ফিগার (Shataf Figar), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), রাজনন্দিনী পাল, পলি চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবারতি ভৌমিক। রূপক চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ও থিঙ্কট্যাঙ্ক এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে এই ছবি। 

আরও পড়ুন: "জন্মদিনে আগে ছবি মুক্তি পায়নি!" উৎসাহী 'অপরাজিতা' -তুহিনা

ছবি নির্মাণে রিয়েল লাইফ 'লুক অ্যান্ড ফিলের' ওপর জোর দিচ্ছেন পরিচালক। এজন্যে কলকাতার বেশ কিছু বস্তি এলাকাকে (Kolkata Slum Areas) চিহ্নিত করে, বেছে নেওয়া হবে শ্যুটিং লোকেশন হিসাবে। 

আরও পড়ুন: টেলি আকাদেমিতে কারা পেলেন সেরার সেরা পুরস্কার?

প্রসঙ্গত, বলিউডের মতো বর্তমানে টলিউডেও বেছে নেওয়া হচ্ছে নাশকতা বা সন্ত্রাসবাদের মতো বিষয়বস্তু। শোনা যাচ্ছে এই ছবিতে প্রধান অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল। তবে ছবির নির্মাতাদের মতে, এখানে সন্ত্রাসবাদকে যেভাবে তুলে ধরা হবে পর্দায়, তা আগে খুব একটা দেখা যায়নি। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement