Advertisement

অসুস্থ শ্রীলেখার সোশাল বার্তা, 'হাল ফেরাতে হলে লাল একমাত্র বিকল্প'

বাড়িতে বসেই নিজের ফেসবুক হ্যান্ডেলে এই ভোট বার্তা শেয়ার করেন সকলের সঙ্গে। ভিডিওতে তিনি বলেন, 'চতুর্থ দফার ভোট। সবাই ভোট দিন। সকাল সকাল শান্তিপূর্ণ ভাবে ভোটটা দিন। যাকেই ভোট দেবেন আমি আশা করব আপনারা বিবেচনা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে ভোটটা দেবেন।

শ্রীলেখা মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2021,
  • अपडेटेड 9:20 AM IST
  • আপনার ভোটের উপর নির্ভর করছে আগামী পাঁচ বছর আপনি কেমন থাকবেন
  • আপনার সন্তানরা কেমন থাকবে
  • বামফ্রন্টের সমর্থক হিসাবে আমি সব সময় বলব, হাল ফেরাতে হলে লাল একমাত্র বিকল্প

টানা প্রচারে ঠান্ডা গরমে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে প্রচার করা বন্ধ করেননি। রাজ্যের চতুর্থ দফা ভোটের আগে তাঁর ভোট-বার্তা, 'বুঝে শুনে ভোট দিন। আপনার ভোটের উপর নির্ভর করছে আগামী পাঁচ বছর আপনার এবং আপনার পরিবারের কেমন কাটবে।'

বাড়িতে বসেই নিজের ফেসবুক হ্যান্ডেলে এই ভোট বার্তা শেয়ার করেন সকলের সঙ্গে। ভিডিওতে তিনি বলেন, 'চতুর্থ দফার ভোট। সবাই ভোট দিন। সকাল সকাল শান্তিপূর্ণ ভাবে ভোটটা দিন। যাকেই ভোট দেবেন আমি আশা করব আপনারা বিবেচনা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে ভোটটা দেবেন। কারণ আপনার ভোটের উপর নির্ভর করছে আগামী পাঁচ বছর আপনি কেমন থাকবেন। আপনার সন্তানরা কেমন থাকবে। আপনার পরিবার, আপনার পরিবেশ আপনি কেমন দেখতে চান। বামফ্রন্টের সমর্থক হিসাবে আমি সব সময় বলব, হাল ফেরাতে হলে লাল একমাত্র বিকল্প। টু অল মাই ফেলো কমরেডস এবং সকল প্রার্থীকে আমার শুভেচ্ছা। মে দ্য বেস্ট উইন।'

 

ভিডিওতে শ্রীলেখার গলা শুনেও বেশ বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। গলা বসে গিয়েছে। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, টানা প্রচার করতে প্রচুর রোদে ঘুরতে হয়েছে। তার সঙ্গে একই দিনে পর পর বেশ কয়েকটি করে জনসভায় বক্তব্য রাখতে হয়েছে। তার জন্য গলা বসে গিয়েছে। একই সঙ্গে বার বার এয়ার কন্ডিশনে থাকা এবং রোদে ঘোরা সব মিলে ঠান্ডা গরমে জ্বর সর্দিতে ভুগছেন তিনি। গায়েও ভীষণ ব্যথা রয়েছে। তবে করোনার কোনও লক্ষ্মণ নেই। অসুস্থ হলেও ভোট অবশ্যই দেবেন তিনি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement