আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagori Lakshmi Puja) পালিত হয় প্রায় প্রতিটি বাঙালি পরিবারে। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) বাড়ির লক্ষ্মী পুজো বরাবরই ধুমধাম করে হয়। পর্দার 'লক্ষ্মী কাকিমা' নিজের হাতেই ভোগ রান্না করেন দেবীর জন্য।
তবে, গত বছর অপরাজিতা হারিয়েছিলেন পিতৃসম শ্বশুরমশাইকে। ২০২০ সালেও তিনি কোভিড আক্রান্ত ছিলেন। এজন্যে আড়ম্বরহীন ভাবেই তাঁর বাড়িতে ঘরোয়া পুজো হয়েছিল শুধুমাত্র। এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই ফের পুরোহিত দিয়েই পুজো সম্পন্ন হবে। কী বিশেষ প্ল্যান এবার? আজতক বাংলার সঙ্গে শেয়ার করলেন অপরাজিতা।
অভিনেত্রী বললেন, "গত বছর শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তার আগের বছর আমার করোনা হয়েছিল। দু'বছর লক্ষ্মী পুজোয় পুরোহিত আসতে পারেননি। এবার তিনি এসে পুজো করবেন। প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠিত মা লক্ষ্মীর পুজো হবে। মাকে যেভাবে সাজানো হয়, আজ সাজাবো। তারপর কাল পুজো হবে। গত দু'বছর ভোগের ব্যবস্থা ছিল না, কারণ আমরা নিজেরাই পুজো করেছিলাম। এবার ভোগও থাকবে। দু'বছর আগে যেমন ভাবে পুজো করতাম, এবার ঠিক সেভাবেই হবে সব।"
অপরাজিতা আরও যোগ করলেন, "এবার খিচুড়ি, লাবড়া, আলুর দম, পায়েস ইত্যাদি যা যা হয় লক্ষ্মী পুজোর ভোগ, সে সবই থাকবে। তবে আমি কিছুই করতে পারিনি, একদম সময় পাইনি। সবই শাশুড়ি মা করেছেন। আর ভোগ রান্নায় উনি কিছুটা করবেন এবং ভিয়েন আসবে। লক্ষ্মী পুজোয় আলাদা করে কারওকে নেমন্তন্ন করা হয় না। তবে যারাই জানেন বাড়িতে পুজো হয়, তাঁরা চলে আসেন।"
প্রসঙ্গত, এবছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি। বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। খারিফ শস্য ও রবি শস্য যেই সময় হয়, ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে।