Advertisement

'চিট ডে'! নিয়ম ভাঙার খেলায় মাতলেন মিমি

এত চিন্তিত হওয়ার কিছু নেই। চিট ডে এনজয় করছেন নায়িকা। আর সেই ছবিই পোসেট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মিমি দারুণ ফিটনেস ফ্রিক৷ সেই নায়িকাই চিট ডে বলে জমিয়ে পিৎজা খাচ্ছেন। আর সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মিমি লিখলেন, ‘চিট ডে যেমন হয়!’ 

ফোটো- মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম সৌজন্যেফোটো- মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম সৌজন্যে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Apr 2021,
  • अपडेटेड 10:38 PM IST
  • নিজেকে ফিট রাখার মাঝেই একটু নিয়ম ভাঙা
  • সম্প্রতি চিট ডে এনজয় করছেন নায়িকা মিমি
  • সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিয়ম ভাঙতে কার না ভাল লাগে, সে সাধারণ মানুষ হোক বা তারকা। প্রত্যেকেই চায় চেনা গন্ডি থেকে বের হতে। তাই মাঝে মাঝে খেয়াল খুশি মতো কাজ করাই যায়। বিশেষ করে যখন সবার নজর আপনার উপর তখন দায়িত্বও বাড়ে। এই যেমন তারকাদের হাজারটা ঝক্কি। নিজেকে ফিট রাখা, ডায়েট, ক্যামেরার সামনে সবসময় চরিত্র অনুযায়ী নিজেদের ফুটিয়ে তোলা ইত্যাদি প্রভৃতি। 

তাই তারই মধ্যে একটু আধটু নিয়ম ভাঙতে পারলে মন্দ হয়না। একথা শুধু আমার আপনার মনে হয় তা নয়, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও ঠিক এমনটাই মনে হয়। সম্প্রতি এমনই কান্ড ঘটিয়েছেন তিনি। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। চিট করছেন মিমি! 

এত চিন্তিত হওয়ার কিছু নেই। চিট ডে এনজয় করছেন নায়িকা। আর সেই ছবিই পোসেট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মিমি দারুণ ফিটনেস ফ্রিক৷ সেই নায়িকাই চিট ডে বলে জমিয়ে পিৎজা খাচ্ছেন। আর সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মিমি লিখলেন, ‘চিট ডে যেমন হয়!’ 

আরও পড়ুন

মিমির এই ছবি ইতিমধ্যেই নেটিজেনদের চোখে পড়েছে, অনেকেই এই ছবিতে মিমিকে লাইকে ভরিয়ে দিয়েছেন৷ আপাতত ভোটের প্রচার, শুট এই সমস্ত কিছু নিয়ে বেজায় ব্যস্ত মিমি। তারই মাঝে এমন নিয়ম ভাঙা মন্দ নয়।

Read more!
Advertisement
Advertisement