Advertisement

Monami Ghosh: খোলাপিঠে সমুদ্র স্নানে 'হট' মনামী, নায়িকার ছবি VIRAL

Actress Monami Ghosh: সম্প্রতি মনামী ঘোষের শেয়ার করা ভিডিও দেখে রীতিমতো হৈচৈ নেটপাড়ায়। ফ্যাশনেবল লুকের প্রশংশায় পঞ্চমুখ ফ্যানেরাও।

অভিনেত্রী মনামী ঘোষ (ছবি: ইনস্টাগ্রাম)অভিনেত্রী মনামী ঘোষ (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2023,
  • अपडेटेड 11:24 AM IST

ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটি- তিন মাধ্যমেরই জনপ্রিয় মুখ মনামী ঘোষ (Monami Ghosh)। সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। বরাবর নজর কেড়েছেন তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে। এবার মৎসকন্যা রূপে ধরা দিলেন তিনে। 

এক কথায় টলিউডের ফ্যাশনিয়েস্তা মনামী। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৯ মিলিয়ন। তাঁর সম্প্রতি শেয়ার করা ভিডিও দেখে রীতিমতো হৈচৈ নেটপাড়ায়। ফ্যাশনেবল লুকের প্রশংশায় পঞ্চমুখ ফ্যানেরাও। যদিও কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন

ভিডিওতে দেখা যাচ্ছে, জলকেলিতে মত্ত 'টাপা টিনি গার্ল'। দেহের নিম্নাঙ্গ ঢেকেছেন রঙিন স্কার্টে এবং ঊর্ধ্বাংশে রয়েছে মানানসই বিকিনিতে। কাচের মতো স্বচ্ছ সমুদ্রের নীল জলে ভাসছে তাঁর স্কার্ট। চুলের বেণি দুলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। অভিনেত্রীর উন্মুক্ত পিঠে মন মজেছে অনুগামীদের। মনোরম প্রকৃতির কোলে যেন মিশে গেছে দিগন্ত। পিছন থেকে দেখে যেন মনে হবে, মৎসকন্যা চলেছে।  

 

 

সোশ্যাল মিডিয়ার মধ্যমণি মনামী ঘোষ। কখনও সাবেকী সাজে তো, কখনও বোল্ড তকমা জুড়ে দেন নেটিজেনরা তাঁর লুক দেখে। আর নিজের লুক নিয়ে নায়িকা করতে ভালোবাসেন নানা এক্সপেরিমেন্ট। সেই প্রমাণ মেলে, তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই। কিছু মানুষ কটাক্ষ করলেও, নেট দুনিয়ায় ট্রোলড হওয়ার থেকে সকলের ভালোবাসাই বেশি পান তিনি। ফ্যানেরা প্রতিটি পোস্টেই ভরিয়ে দেন ভার্চুয়াল ভালোবাসায়। 
 

Read more!
Advertisement
Advertisement