বিয়ের পর সবে পাঁচ মাস কেটেছে। কাজের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী মানালি দে (Manali Dey)। সোস্যাল মিডিয়ায় উঁকি মারলেই বোঝা যায় পরিবারের সঙ্গে কতটা একাত্ম হয়ে থাকেন তিনি। শশুরবাড়িতে কেমন কাটছে বিয়ের পরের দিনগুলো? আজতাক বাংলা-র সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী।
দীর্ঘদিন সম্পর্কের পর গত অগস্ট মাসে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মানালি দে। অতিমারীর জন্যেই একেবারে নিকট আত্মীয়-পরিজনদের নিয়ে হয়েছে বিয়ের অনুষ্ঠান। দুই বাড়ির দূরত্ব একেবারে হাঁটা পথে ১৫ মিনিট। মিলেমিশে প্রায় একই হয়ে গেছে দুটি পরিবার। মানালী জানালেন, "বিয়ের পরে আমার শুধু বাড়িটাই চেঞ্জ হয়েছে। আর কিছু চেঞ্জ হয়েছে বলে মনে হয় না। ওই বাড়িতেও আমি যেভাবে থাকতাম, এখানেও ঠিক সেভাবেই থাকি। আর এখানে যেহেতু সকলে আমাকে বাড়ির মেয়ের মতোই দেখে, তাই অনেকটা বেশি আদর পাই সব সময়ে।"
সুযোগ পেলেই ঘুরতে যান মানালি। বিয়ের পরও বোলপুরে গিয়েছিলেন।এরপর ছুটি কাটাতে লাল মাটির দেশ থেকে সোজা ডেস্টিনেশন ছিল পাহাড়। মানালির কথায়, "শান্তিনিকেতনে আমার বাড়ি আছে। তাই শ্বশুরবাড়ির সকলের সঙ্গে গিয়েছিলাম ওখানে। এরপরে আমি, আমার বাবা ও অভিমন্যু দার্জিলিং থেকে ঘুরে এসেছি।"
নিয়মিত রান্না না করলেও মাঝে মধ্যেই সকলকে নিত্য নতুন রান্না করে খাওয়ান মানালি। তার মধ্যে জানালেন তাঁর হাতে রান্না করা অভিমন্যুর প্রিয় খাবারের নামও। মানালি বললেন, "যখন রান্না করি খুব মন দিয়েই করি। আর খেয়ে সকলে ভালোই বলে। যদিও রোজ রান্না করা সম্ভব হয় না। অভিমন্যু খুব কমই আবদার করে। তবে তার মধ্যে ওঁর পছন্দের মটন। এটা ছাড়া আমার রান্না করা মশালা বেগুনও বেশ পছন্দ করে।"
প্রসঙ্গত, স্টার জলসার রান্নার শো 'রান্নাবান্না'-তে শাশুড়ি বৌমার বিশেষ পর্বে সম্প্রতি দেখা যাবে মানালি ও তাঁর শাশুড়ি বসুধা মুখার্জিকে। মটনের ঝাল রান্না করবেন তাঁরা। শাশুড়ি -বউমা একই সঙ্গে টেলিভিশনের পর্দায়! এই প্রসঙ্গে মানালি বললেন, "মা প্রথমবার ক্যামেরার সামনে আসবে বলে যেমন খুব উৎসাহিত ছিলেন, তার পাশাপাশি নার্ভাসও ছিল।(হেসে) আগের দিনও বলছিল ক্যানসেল করে দাও। তবে গিয়ে খুবই মজা হয়েছে। অপরাজিতা দি-এর সঙ্গেও মায়ের প্রথমবার আলাপ হয়েছে। এছাড়া এই শোয়ের পরিচালক জিনিয়া দি-কে অনেক বছর ধরে চিনি। কিন্তু প্রথমবার ওঁর পরিচালনায় একটা কাজ করলাম। সব মিলিয়ে একটুও মনে হয়নি যে কোন শ্যুটিং করছি। আমরা খুব মজা করে আড্ডা মেরে কাজটা করেছি।" বিশেষ এই পর্বটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্টার জলসায় সম্প্রচারিত হবে।
সম্প্রতি অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'লকডাউন'-এ অভিনয় করেছেন মানালি। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জী, ওম সাহানি, রাজনন্দিনী পাল, আদৃত রায় ও অন্যান্যরা। এই ছবি ছাড়াও আরও বেশ কয়েকটি বড় পর্দার কাজ রয়েছে তাঁর পাইপলাইনে। বড় পর্দার সঙ্গে ছোটপর্দায় সমান তালে কাজ করছেন মানালী। তবে ওটিটি প্ল্যাটফর্মেও ভালো কাজ করতে আগ্রহী তিনি। " আমি নিজেকে বড় পর্দায় দেখতে বেশি পছন্দ করি। তবে ভালো সিরিজ বা কনটেন্টের অফার পেলে নিশ্চয়ই করব।" একথা জানালেন অভিনেত্রী।