Advertisement

Nusrat Jahan With Yishaan: ছেলে ঈশানের ঠোঁটে ঠোঁট নুসরতের! 'বেহায়াপনা' বলে ধেয়ে এল কটাক্ষ

Nusrat Jahan News: যশ দাশগুপ্ত, নুসরতের ছেলে ঈশানের জন্মের আগে থেকেই একরত্তিকে নিয়ে আলচনার শেষ নেই। শিশু দিবসে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন টলি নায়িকা।

নুসরত ও ঈশান (ছবি: ইনস্টাগ্রাম) নুসরত ও ঈশান (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 6:09 PM IST

খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তিনি। এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নন। তা সত্ত্বেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। যশ দাশগুপ্ত, নুসরতের ছেলে ঈশানের জন্মের আগে থেকেই একরত্তিকে নিয়ে আলচনার শেষ নেই। শিশু দিবসে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেন টলি নায়িকা। তা দেখে তাঁকে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশ। 

ছেলের ঠোঁটে ঠোঁট রেখে স্নেহের চুম্বন আঁকছেন নুসরত জাহান। আর তাতেই বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। কিছু কুরুচিকর মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে। এমনকী 'বেহায়াপনা' বলেও সম্বোধন করেছেন। তবে কিছু নেটিজনে ভালোবাসা, ভার্চুয়াল আদরে ভরিয়েছে ছোট্ট ঈশানকে। 

 

আরও পড়ুন

ছেলেকে সকলের চোখের আড়ালেই রাখেন যশ- নুসরত। সোশ্যাল পেজেও তার ছবি খুব একটা পোস্ট করেন না। জন্মের পর দীপাবলিতে সকলে ঈশানের মুখ দেখেছিল। এরপর আর দেখা যায়নি বললেই চলে। ছেলের বয়স এখন চার। দীর্ঘদিন পরে তাকে সামনে আনলেন টলি নায়িকা।    

প্রসঙ্গত, ২০২০-র শেষ দিকে যশ দাশগুপ্তকে বিয়ে করেন নুসরত। ২০২১ সালে তাঁদের কোলে আসে পুত্র সন্তান। কলকাতার পার্কস্ট্রিটের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন নুসরত জাহান। যশ- নুসরতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়। এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়ে ছিলেন নুসরত। 

 

Read more!
Advertisement
Advertisement