Advertisement

Nusrat Jahan: গৌর গোপাল দাসের সঙ্গে নুসরত, ব্যাপক ট্রোল ইনস্টাগ্রামে

বিভিন্ন সময়ে একাধিক বিষয় নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। কখনও তাঁকে পোশাক নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় আবার কখনও বা তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁকে ট্রোল করে থাকেন নেটিজেনরা। তবে এবার সাংসদ-অভিনেত্রীকে ট্রোলের সম্মুখীন হতে হল গুরু গৌর গোপাল দাসের সঙ্গে ছবি দিয়ে

নুসরত জাহান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামনুসরত জাহান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 3:57 PM IST
  • বিভিন্ন সময়ে একাধিক বিষয় নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান
  • কখনও তাঁকে পোশাক নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় আবার কখনও বা তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁকে ট্রোল করে থাকেন নেটিজেনরা
  • এবার সাংসদ-অভিনেত্রীকে ট্রোলের সম্মুখীন হতে হল গুরু গৌর গোপাল দাসের সঙ্গে ছবি দিয়ে

বিভিন্ন সময়ে একাধিক বিষয় নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। কখনও তাঁকে পোশাক নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় আবার কখনও বা তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁকে ট্রোল করে থাকেন নেটিজেনরা। তবে এবার সাংসদ-অভিনেত্রীকে ট্রোলের সম্মুখীন হতে হল গুরু গৌর গোপাল দাসের সঙ্গে ছবি দিয়ে। 

গৌর গোপাল দাসের সঙ্গে ছবি নুসরতের
বর্তমানে গুরু গৌর গোপাল দাস খুবই জনপ্রিয় এক ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় তাঁর মোটিভেশনাল ছোট ছোট ভিডিওগুলি নেট দুনিয়ায় খুবই জনপ্রিয়। ধর্ম থেকে শুরু করে জীবনের কঠিন পরিস্থিতি, লাইফস্টাইল, চাকরি নিয়ে একাধিক ভিডিও ভাইরাল গৌর গোপাল দাসের। টলিউড থেকে বলিউড একাধিক তারকা গৌর গোপাল দাসের ফ্যান লিস্টে রয়েছেন। আর সেই তালিকায় নাম রয়েছে নুসরত জাহানের। সপ্তাহের প্রথম দিনই গৌর গোপালের সঙ্গে ছবি দিয়ে রীতিমতো ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রীকে।  

 

আরও পড়ুন

ছবি তুলে দেন যশ দাশগুপ্ত
এদিন নুসরত জাহানকে দেখা গিয়েছে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে। হালকা মেকআপ ও কপালে ছোট্ট টিপ। নুসরতের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন গৌর গোপাল দেশ। তাঁদের এই ছবি তুলে দিয়েছেন যশ দাশগুপ্ত। নুসরত ক্যাপশনে এই গুরুর বলা বাণীকেই রেখেছেন। এই ছবি সোমবার সকালে শেয়ার করতেই তা ভাইরাল হয় মুহূর্তে। এরই সঙ্গে অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। তবে গৌর গোপাল দাস নুসরতের সঙ্গে দেখা করে খুবই আনন্দিত বলে কমেন্টে জানিয়েছেন।  

প্রায়ই ট্রোল হন অভিনেত্রী
তবে সমালোচনার পাশাপাশি অনেকেই এই ছবিটি পছন্দ করেছেন। এর পাশাপাশি অভিনেত্রীকে তাঁর লুকস নিয়েও কটাক্ষ শুনতে হল। ওজন ঝরিয়ে এখন অনেক ছিপছিপে হয়ে গিয়েছেন তিনি। কিন্তু নেটিজেনদের কাছে তাঁর এই লুকস মোটেও ভালো নয়। এর আগেও অবশ্য অভিনেত্রীকে তাঁর লুকস-পোশাক নিয়ে ট্রোলের সম্মুখিন হতে হয়েছে। তবে এগুলি নিয়ে খুব একটা ভাবনা-চিন্তা করেন না অভিনেত্রী। নুসরত জাহানকে দেখা গিয়েছে ‘স্বস্তিক সঙ্কেত’-এ। মুক্তির অপেক্ষায় ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ আর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। তবে নুসরতের বলিউডে কাজ করার কথা চলছে বলেও খবর। সঙ্গে সামলাচ্ছেন ছেলে ঈশানকে।

Read more!
Advertisement
Advertisement