Advertisement

Parambrata Chattopadhyay On Trolling Effects: বিয়ে নিয়ে ট্রোলিংয়ের বড় প্রভাব পড়েছিল! মুখ খুললেন পরম

Parambrata Chattopadhyay Piya Chakraborty: দিনভর আলোচনার পর সন্ধ্যাবেলা সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপরই দু'ভাগে বিভক্ত হয়ে যায় নেটমাধ্যম।

পরমব্রত -পিয়া পরমব্রত -পিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 12:11 PM IST

শিরোনামে থাকেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ২০২৩-র ২৭ নভেম্বর বিয়ে করেন টলিপাড়ার 'মোস্ট এলিজেবল ব্যাচেলর' পরমব্রত। পাত্রী, মানসিক স্বাস্থ্যকর্মী, তথা সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া। দিনভর আলোচনার পর সন্ধ্যাবেলা সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপরই দু'ভাগে বিভক্ত হয়ে যায় নেটমাধ্যম। একদল সমর্থন করেন পরম-পিয়াকে। অন্যদল মিম, ট্রোলিংয়ে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। এমনকী পরমকে 'বন্ধুর বৌ চোর' তকমা দিতেও ছাড়েননি ট্রোলাররা। 

গত বছর জুন মাসে বাবা- মা হয়েছেন পরম- পিয়া। পুত্র সন্তান এসেছে তাঁদের কোলে। কিছুদিন আগেই একরত্তি নডির অন্নপ্রাশনে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, অন্যান্য তারকারা। সেলেব জুটিকে নিয়ে গসিপ করলেও সকলের নজর থাকেন তারকাদের জীবনের দিকে। কটাক্ষের মাঝেই অনেকের কৌতূহল থাকে, কেমনভাবে নতুন সংসার পেতেছেন পরম- পিয়া। সেসময় কটাক্ষ নিয়ে বিশেষ মুখ খোলেননি তাঁরা। তবে এবার খোলামেলা কথা বললেন পরম। 

এক পডকাস্ট চ্যানেলে এসে সম্প্রতি পরমব্রত শেয়ার করেছেন, বিয়ের পরে এত মানুষের এই নেতিবাচক মন্তব্যে আঘাত পেয়েছিলেন তিনি। নিজেকে সামলাতে কিছুটা সময় লেগেছিল। অভিনেতা বলেন, "বিয়ের সময় থেকে আমি গণ্ডারের চামড়া তৈরি করেছি। আমি দেখেছি ব্যক্তিগতভাবে কী মনে করি, সমাজ, রাজনীতি, মানুষ কীভাবে বাঁচে, আমার দেশ নিয়ে শেয়ার করে কাজ নেই। কারণ আমি কোনও দেশ বদলাতে যাচ্ছি না। নিজের মতামত নিজের কাছে রাখি। আর যদি কখনও করি, তাহলে সোজা কমেন্ট বন্ধ করে দেবো, দেখবই না।" 

পরমব্রত যোগ করেন, "বিয়ের পরে যখন দেখলাম, বীভৎস কাণ্ড শুরু হল, সেই সময়টা সত্যি সত্যি আমি খুব প্রভাবিত হয়েছিলাম কিছুদিনের জন্যে। ৪- ৫ দিনের জন্যে। আমি বিশ্বাসি করতে পারি না, মানুষ যে ধরণের কথা লেখে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায়, সেই কথাগুলো মানুষ লিখতে পারে পাবলিক ফোরামে। আমি এই নীতিবোধ, এই ন্যায়বোধ বা মূল্যবোধের মধ্যে দিয়ে বড় হইনি। তার ফলে একটা সাংঘাতিক ধাক্কা লেগেছিল। আমাকে বলছে সেটার থেকেও বড় হল, এই কথাগুলোও লেখা যায়? মানুষ এখানে নেমেছে? তারপর দেখলাম হ্যাঁ নেমেছে! তাহলে আমি কী করব? আমার কিছু করার নেই। তার থেকে আমিই গণ্ডারের চামড়া তৈরি করে নিই।"

Advertisement

প্রসঙ্গত, আলোচনায় থাকেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।  পরমের সঙ্গে বিয়ের আগে, কিছু বছর প্রেমের পরে ২০১৫ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায়কে বিয়ে করেন পিয়া। কিন্তু বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। কিন্তু শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। 

 

Read more!
Advertisement
Advertisement