Advertisement

Prabhat Roy Health Update: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রভাত রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

Prabhat Roy Hospitalised: দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে প্রবীণ পরিচালকের।

প্রভাত রায় (ছবি:ফেসবুক)প্রভাত রায় (ছবি:ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2025,
  • अपडेटेड 5:18 PM IST

ফের গুরুতর অসুস্থ প্রভাত রায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিস চলছিল তাঁর। দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে প্রবীণ পরিচালকের। এখন কেমন আছেন?

চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ হয়েছে প্রভাত রায়ের। বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে পরিচালকের। আগের চেয়ে কিছুটা ভাল থাকলেও, বিপদ পুরোপুরি কাটেনি এখনও। পরিচালকের পাশে রয়েছেন একতা ও তাঁর পরিবার। সংবাদমাধ্যমকে তিনি জানান, "দু'দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই (প্রভাত) জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিও কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি।"  

গত ৭ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রভাত রায়ের কন্যাসম একতা ভট্টাচার্য। গত ৩ মে থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রভাত রায়। উচ্চ রক্তচাপ ও কার্বন মনোক্সাইড উচ্চ ঘনত্ব এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেসময় একতা হায়দরাবাদে ছিলেন। ভিডিও কল করে কিছুটা অস্বাবাভাবিক মনে হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান একতার বাবা তপন ভট্টাচার্য ও প্রতিবেশি। এরপর বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পরে বাড়ি ফেরেন বর্ষীয়ান পরিচালক।     

আরও পড়ুন

প্রসঙ্গত, বছর খানেক আগে স্ত্রীকে হারিয়েছেন প্রভাত রায়। বারবার অসুস্থতায় ভুগেছেন। সেই সময় তাঁর হাত ধরেন একতা। তাঁকে ভাল রাখার চেষ্টা করেন। পূরণ করেন বহু অধরা স্বপ্ন। একতার হাত ধরেই নতুন ইনিংস শুরু করেছেন পরিচালক। খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থা। এছাড়াও ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলাচ্ছেন বর্ষীয়ান পরিচালক।
 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement