Advertisement

Prosenjit Padma Shri: বড় খবর! পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তালিকায় আর কে কে?

Prosenjit Padma Shri: পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা-সহ নানা ক্ষেত্রে অবদান এবং মেধার স্বীকৃতি হিসাবে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়েছে।

পদ্মশ্রী প্রাপক হিসাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। পদ্মশ্রী প্রাপক হিসাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। 
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 6:51 PM IST
  • পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
  • ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ক্রিকেটার রোহিত শর্মা।
  • মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলও।

Prosenjit Padma Shri: পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শিল্প, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা-সহ নানা ক্ষেত্রে অবদান এবং মেধার স্বীকৃতি হিসাবে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়েছে। padmaawards.gov.in এ প্রকাশিত তালিকায় পদ্মশ্রী প্রাপক হিসাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাষ্ট্রপতি ভবনে পদক গ্রহণ করবেন প্রাপকেরা।

পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম। তিনটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়; পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ব্যতিক্রমী ও অনবদ্য অবদানের জন্য পদ্মবিভূষণ দেওয়া হয়। উচ্চ পর্যায়ের বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মভূষণ দেওয়া হয়। তাছাড়া, যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিষেবার স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী দেওয়া হয়।

ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ক্রিকেটার রোহিত শর্মা।

মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলও। ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের অবদানের জন্যই এই সম্মান। অন্য দিকে, পদ্মভূষণ পাচ্ছেন দুই বিশিষ্ট শিল্পী; জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক এবং দক্ষিণী সিনেমার প্রখ্যাত অভিনেতা মাম্মুটি। সঙ্গীত ও অভিনয়ের জগতে তাঁদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসাবে তাঁদের এই সম্মান দেওয়া হচ্ছে।

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আর মাধবন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সতীশ শাহ। সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। অভিনয়ের জগতে তাঁদের অবদান দেশের সাংস্কৃতিক পরিসরকে আরও উন্নত করেছে। তার স্বীকৃতি হিসাবে এই সম্মান। 

প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়। এই সম্মানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সেই সমস্ত মানুষদের স্বীকৃতি দেওয়া হয়, যাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন। শুধু পরিচিত মুখই নয়, নানা ক্ষেত্রের নীরব কর্মীরাও এই তালিকায় জায়গা পান।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের তালিকা (পশ্চিমবঙ্গ):

অশোক কুমার হালদার - সাহিত্য ও শিক্ষা 

গম্ভীর সিং ইয়নজোনে - সাহিত্য ও শিক্ষা  

হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) - শিল্প  

জ্যোতিষ দেবনাথ - শিল্প 

কুমার বোস - শিল্প 

Advertisement

মহেন্দ্র নাথ রায় - সাহিত্য ও শিক্ষা  

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - শিল্প 

রবিলাল টুডু - সাহিত্য ও শিক্ষা 

সরোজ মণ্ডল - চিকিৎসাক্ষেত্র 

তরুণ ভট্টাচার্য - শিল্প  

তৃপ্তি মুখোপাধ্যায় - শিল্প  

Read more!
Advertisement
Advertisement