Advertisement

Ritabhari Chakraborty: সাদা শার্ট, সবুজ বিকিনি, লাস্যময়ী ঋতাভরীর ছবি ঘিরে শোরগোল নেটদুনিয়ায়

টলিউডের বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। তাঁর ছবি থেকে ভিডিও সবকিছুই নিমিষে ভাইরাল হয়ে যায়। মার্চের গরমেই বেশ উত্তাপ ছড়ালেন অভিনেত্রী। নিজের বিকিনি পরা ছবিতে পুলের ধারে হট অবতারে ছবি দিতেই উত্তাপ ছড়ালেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। ঋতাভরীর এই অবতার দেখে দীপিকা পাড়ুকোনের বেশরম রঙ-এর কথা মনে পড়ে যাবে আপনার।

ঋতাভরী চক্রবর্তী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামঋতাভরী চক্রবর্তী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2023,
  • अपडेटेड 2:58 PM IST
  • টলিউডের বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। তাঁর ছবি থেকে ভিডিও সবকিছুই নিমিষে ভাইরাল হয়ে যায়।
  • মার্চের গরমেই বেশ উত্তাপ ছড়ালেন অভিনেত্রী।
  • । নিজের বিকিনি পরা ছবিতে পুলের ধারে হট অবতারে ছবি দিতেই উত্তাপ ছড়ালেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়।

টলিউডের বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। তাঁর ছবি থেকে ভিডিও সবকিছুই নিমিষে ভাইরাল হয়ে যায়। মার্চের গরমেই বেশ উত্তাপ ছড়ালেন অভিনেত্রী। নিজের বিকিনি পরা ছবিতে পুলের ধারে হট অবতারে ছবি দিতেই উত্তাপ ছড়ালেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। ঋতাভরীর এই অবতার দেখে দীপিকা পাড়ুকোনের বেশরম রঙ-এর কথা মনে পড়ে যাবে আপনার। 

সবুজ বিকিনিতে ঝড় তুললেন অভিনেত্রী
সম্প্রতি ঋতাভরী যে ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে তাঁকে সবুজ বিকিনিতে দেখা গিয়েছে। তাঁর চুল খোঁপা করে বাঁধা। এবং তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। এই ছবিটির সঙ্গে পাঠান ছবি বেশরম রঙ গানটি জুড়ে তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই তাঁকে পড়তে হয় চরম কটাক্ষের মুখে।

 

আরও পড়ুন

ঋতাভরীকে ট্রোল
অভিনেত্রী এমন রূপ দেখে অনেকেই তাঁকে গরীবের দীপিকা বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার বলেছেন ডাবল চিনওয়ালি দীপিকা। এমন নানা মন্তব্য দেখা গিয়েছে তাঁর কমেন্ট বক্সে। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি ভিডিও পোস্ট করে জানিয়েছেন এই ছবিগুলো থাইল্যান্ডে তোলা হয়েছে। তবে কোনও ছবি নয়, তিনি ক্যালেন্ডার শ্যুট করতেই সেখানে গিয়েছিলেন। থাইল্যান্ডের ফুকেটে এই ছবি তোলা হয়েছে। 

আগেও বিকিনিতে ছবি দিয়েছেন অভিনেত্রী
তবে কেবল পুলের ধারেই নয়, সমুদ্রে নেমে বা কখনও পাড়েই তিনি সাদা বা সবুজ বিকিনিতে উষ্ণতা বাড়িয়েছেন। রীতিমতো জলকেলি করতে দেখা যায় তাঁকে! তিনি নিজেকে এই ছবি ভিডিওতে জল কন্যা বলে আখ্যা দিয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও ঋতাভরী তাঁর বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনের একাংশ যেমন ঋতাভরীর প্রশংসায় ভরিয়ে দিয়েছে তেমনই বেশ কিছু নেটিজেন অভিনেত্রীকে ট্রোল করতে ভোলেন নি। তবে এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ ঋতাভরী। 

Advertisement

কেরিয়ারে ফোকাস অভিনেত্রীর
কিছুদিন আগেই প্রেমিক তথাগতর সঙ্গে সম্পর্ক ভেঙেছে ঋতাভরীর। এখন সিঙ্গল অভিনেত্রী। মনোযোগ দিয়েছেন তাঁর কেরিয়ারে। মডেলিং-ফটোশ্যুটের পাশাপাশি তিনি এখন অভিনয়ের দিকেও মনোনিবেশ করেছেন। ফাটাফাটি সিনেমায় ঋতাভরী মোটা মডেলের ভূমিকায় অভিনয় করবেন। এই চরিত্রের জন্য  তিনি ২০ কেজি ওজন বাড়িয়েছেন। কিন্তু ওজন বাড়ানো নিয়ে একেবারেই বিচলিত নন অভিনেত্রী। বরং তিনি তাঁর এই শরীর নিয়েই চুটিয়ে ফটোশ্যুট করে চলেছেন।  

Read more!
Advertisement
Advertisement