Advertisement

Ritwik Ghatak Biopic: বড় পর্দায় ঋত্বিক ঘটকের বায়োপিক! নাম ভূমিকায় এই শিল্পীকে চিনতে পারছেন?

Ritwik Ghatak Biopic: ঋত্বিক ঘটকের বায়োপিক এবার বড় পর্দায়। শাশ্বত চট্টোপাধ্যায়ের পর এবার কিংবদন্তি পরিচালকের চরিত্রে দেখা যাবেরে শিলাজিৎ মজুমদারকে।

শিলাজিৎ মজুমদার ও ঋত্বিক ঘটক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 9:23 PM IST

কাঁচা- পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হালকা দাড়ি, ঢিলেঢালা পঞ্জাবীতে ধরা দিলেন সঙ্গীতশিল্পী- অভিনেতা শিলাজিৎ মজুমদার (Shilajit Majumder)। আদব- কায়দা একেবারে ঋত্বিক ঘটক সুলভ। সব মিলিয়ে যেন একেবারে চেনা যাচ্ছে না। ঋত্বিক ঘটকের বায়োপিক (Ritwik Ghatak Biopic) এবার বড় পর্দায়। শাশ্বত চট্টোপাধ্যায়ের পর এবার কিংবদন্তি পরিচালকের চরিত্রে দেখা যাবে শিলাজিৎকে। শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় আসছে 'অলক্ষে ঋত্বিক' ( Alokhhe Ritwik)। ১৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। কলকাতার বিভিন্ন লোকেশনে পড়েছে ছবির সেট।  

'অলক্ষে ঋত্বিক' ছবিতে নাম ভূমিকায় রয়েছেন শিলাজিৎ। এছাড়াও রয়েছে টলিপাড়ার একঝাঁক শিল্পী। ঋত্বিকপত্নী সুরমা ঘটকের চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। বাসু ভট্টাচার্যের ভূমিকায় রয়েছেন রাজ, সালাউদ্দিন কাজির চরিত্রে সম্রাট মুখোপাধ্যায়, চিদানন্দ দাসগুপ্তর ভূমিকায় শিবাজী দাসগুপ্ত, সমরেস বসুর ভূমিকায় শুভম বসু,ঋষিকেশ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেবব্রত অধিকারী, বিমল রায়ের ভূমিকায় বি.ডি.মুখোপাধ্যায়, সতীন্দ্র ভট্টাচার্যের ভূমিকায় সুদীপ্ত গায়েন, সলিল চৌধুরীর ভূমিকায় মৃন্ময় কর্মকার,শম্ভু মিত্রের ভূমিকায় প্রতিপ সরকার, সাউলি মিত্রের ভূমিকায় মিনাশ্রী সরকার, রিংকি ভট্টাচার্যের ভূমিকায় দেবারতি পালকে দেখা যাবে। 

 

 

আরও পড়ুন:  নারীকেন্দ্রিক ওয়েব সিরিজে সন্দীপ্তা, গল্প বলবেন 'নষ্টনীড়'-র

ঋত্বিক ঘটকের নাম জানেন না এরকম বাঙালি খুব কমই আছেন। ভারতবর্ষের মননশীল জীবনবাদী ছবির জগতে যাদের নাম আলোচিত হয়, তাঁদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ঋত্বিক ঘটক। তাঁর প্রথম পরিচালিত ছবি 'নাগরিক' এবং প্রথম মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্যর ছবি 'অযান্ত্রিক'।  ঋত্বিক ঘটকের দ্বিতীয় ছবি 'অযান্ত্রিক' যারা দেখেছিলেন, তারা কিংবদন্তি পরিচালকের মৌলিকতার পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছিলেন। 

 

 

Advertisement

আরও পড়ুন:  শুরু বিয়ের কাউন্টডাউন, সেটেই 'বেণী'র আইবুড়োভাতের আয়োজন টিম 'সোহাগ জল'-র

ঋত্বিক ঘটকের কর্ম ও সৃজনক্ষেত্রের পরিধি শুধুমাত্র  পরিচালনা ও কথাসাহিত্যে নয়। এর পাশাপাশি তিনি ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন দীর্ঘকাল। প্রথম জীবনে তিনি কবি ও গল্পকার, এরপর নাট্যকার, নাট্যপরিচালক এবং অবশেষে চলচ্চিত্রকার হিসাবে প্রতিষ্ঠিত হন। তাঁর স্বতন্ত্র ধারার ছবিগুলি চার দশকের বেশি সময় আগে নির্মিত হলেও তাঁকে ভারতীয় সিনেমার আধুনিকতম পরিচালক বলা যেতেই পারে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement