Advertisement

Sauraseni Nikhil Relationship: দূরত্ব ঘুচে ফের কাছাকাছি নিখিল, সৌরসেনী? নুসরতের প্রাক্তন স্বামী ফের চর্চায়

Tollywood Gossips: সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এঁটেছিলেন, পরে এবছরের শুরু থেকে ধীরে ধীরে গোপনীয়তা আলগা করতে শুরু করেন। পার্টি থেকে যে কোনও উৎসব, একসঙ্গেই কাটাচ্ছিলেন তাঁরা।

সৌরসেনী -নিখিলসৌরসেনী -নিখিল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2025,
  • अपडेटेड 11:26 AM IST

তারকাদের সম্পর্ক ভাঙা- গড়ার খবর প্রায়ই শোনা যায়। এরকমই এক জুটির প্রেমের খবর বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে গত প্রায় দু'বছর ধরে। সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এঁটেছিলেন, পরে এবছরের শুরু থেকে ধীরে ধীরে গোপনীয়তা আলগা করতে শুরু করেন। পার্টি থেকে যে কোনও উৎসব, একসঙ্গেই কাটাচ্ছিলেন তাঁরা। কথা হচ্ছে  সৌরসেনী  মৈত্র(Sauraseni Maitra) ও নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে। চর্চিত প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করেছিলেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী। 

তবে ফের কিছুটা ছন্দপতন হয় তাঁদের প্রেমে। দূরত্ব তৈরি হয় দু'জনের মধ্যে। টলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল, সম্পর্কের দূরত্বের কারণেই নাকি নিখিলের থেকে সরে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু এখন আড়ি থেকে ভাব হয়েছে। নতুন গুঞ্জন পুরনো প্রেমিকের কাছেই ফিরেছেন নায়িকা। শুধু তাই নয়, স্টুডিওপাড়ার সূত্রের দাবি, সৌরসেনীর সঙ্গেই নাকি আগামী জীবনের পথ চলতে চান, নিখিল। যদিও দু'জনের কেউই সিলমোহর দেননি এই প্রেমে। তাই এখন সবটাই সময়ের অপেক্ষা। 

এক সময়ে, নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন সৌরসেনী। একদিকে এই ব্র্যান্ডের কালেকশনের মডেল ছিলেন টলি নায়িকা। অন্যদিকে পুরুষ মডেল ছিলেন নিখিল। এমনকী ব্র্যান্ডের প্রচারের জন্য বর- কনে বেশে সকলের সামনে আগে আসতে দেখা গিয়েছে টিনসেল টাউনের চর্চিত এই লাভ বার্ডসকে। সেসময় শ্যুটের জন্য বারাণসী গিয়েছিলেন দু'জনে। শোনা যায়, সেখানে একান্তে নিখিল- সৌরসেনীর সম্পর্ক আরও গভীর হয়েছে।  

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। নিখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিমদের রোষানলে পড়তে হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরতকে। এরপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক জড়ান নিখিলের প্রাক্তন স্ত্রী। এরপর নানা সমস্যার পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement