Advertisement

Sreelekha Mitra Trolled: কালো লিপস্টিকে রিল শেয়ার করলেই ধেয়ে এল কটাক্ষ! নেটিজেনদের তুলোধনা শ্রীলেখাকে

Sreelekha Mitra: একদিকে যেমন অনুগামীরা ভালোবাসা- শুভেচ্ছায় ভরিয়ে দেয় নায়িকাকে, অন্যদিকে শ্রীলেখাকে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনদের একাংশ। আবার ট্রোলারদের যোগ্য জবাব দিতেও ছাড়েন না অভিনেত্রী।

 শ্রীলেখা মিত্র (ছবি: ইনস্টাগ্রাম) শ্রীলেখা মিত্র (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Apr 2025,
  • अपडेटेड 11:42 AM IST

বরাবর 'ঠোঁটকাটা' বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত শ্রীলেখা মিত্র। বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে সোচ্চার হন টলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। একদিকে যেমন অনুগামীরা ভালোবাসা- শুভেচ্ছায় ভরিয়ে দেয় নায়িকাকে, অন্যদিকে শ্রীলেখাকে কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনদের একাংশ। আবার ট্রোলারদের যোগ্য জবাব দিতেও ছাড়েন না অভিনেত্রী। বুধবার সোশ্যাল পেজে নিজের দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। আর তারপর থেকেই নেটমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে।

লুক নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা শ্রীলেখা। নায়িকাকে দেখা গেল কালো রঙা লিপস্টিকে। 'একঘেয়েমি' দূর করতেই এই স্টাইল স্টেটমেন্ট বেছে নিয়েছেন তিনি। নিজেই একথা জানিয়েছেন। সেই সঙ্গে 'আইয়ে মেহেরবান', কালজয়ী এই গানের সঙ্গে একটি রিল বানিয়ে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, "এই গানটি প্রেম...আমি মধুবালার অনেক বড় ভক্ত, রিল খুব একটা করি না। তবে হ্যাঁ আমি কখনও কখনও রিলস দেখি, যদিও বেশিরভাগটাই পশুদের সঙ্গে সম্পর্কিত। আসলে আমি শাটার টিভির যুগের বলে এই রিল কালচার বুঝতে পারছি না, তবুও সময় কাটাচ্ছি।"  

 

আরও পড়ুন

 

শ্রীলেখার প্রশংসা করেছেন বহু নেটিজেন। তবে কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। কমেন্ট বক্সে এসে রীতিমতো তাঁকে তুলোধনা করেছেন নিন্দুকরা। একজন লিখেছেন, "প্যালেস্তাইন নিয়ে খুব কষ্ট আপনার। মুর্শিদাবাদ নিয়ে কোনও পোস্ট নেই? রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পরে যাচ্ছে। টাকা নিয়ে পোস্ট শেয়ার করেন তাই না???" অন্য একজন লিখেছেন, "মুর্শিদাবাদ নিয়ে যদি একটু কিছু বলতেন ।হঠাৎ করে সেক্যুলার হয় যাবেন না । আপনার মতামত এর অপেক্ষায় রইলাম...।" 

 

 

প্রসঙ্গত, নিজের মতো থাকতেই ভালোবাসেন শ্রীলেখা মিত্র। ট্রোলিংকে পাত্তা না দিয়ে 'কেয়ার নট অ্যাটিটিউট' রাখাই পছন্দ তাঁর। টলি নায়িকার এই খামখেয়ালি, নিজের শর্তে বাঁচার জন্য তাঁকে ভালোবাসেন, পছন্দ করেন বহু মানুষ। নেগেটিভিটি এড়িয়ে সব সময় পজিটিভ থাকার বার্তাই দেন তিনি। তবে শুধু ট্রোলড হন বললে ভুল হবে। কারণ প্রায় রোজই বেড়ে চলেছে তাঁর ফ্যানেদের সংখ্যা। আর সেই প্রমাণ মেলে শ্রীলেখার সোশ্যাল পেজে উঁকি মারলেই। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement