Advertisement

Kanchan- Sreemoyee Baby Photo: মেয়ের ছবি সামলে আনলেন কাঞ্চন -শ্রীময়ী! কার মতো দেখতে ছোট্ট কৃষভিকে?

Sreemoyee Chattoraj- Kanchan Mullick: পরিবারে ছোট্ট অতিথির আগমনে স্বাভাবিক ভাবেই মল্লিক ও চট্টরাজ পরিবারে খুশির পরিবেশ। নতুন বাবা- মাও দারুণ খুশি। তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি, যা কৃষ্ণের নাম।

শ্রীময়ী চট্টরাজ- কাঞ্চন মল্লিক (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Nov 2024,
  • अपडेटेड 4:49 PM IST

সদ্য বাবা- মা হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। দীপাবলির পরের দিন, গত ১ নভেম্বর জন্ম হয়েছে জুটির কন্যা সন্তানের। পরিবারে ছোট্ট অতিথির আগমনে স্বাভাবিক ভাবেই মল্লিক ও চট্টরাজ পরিবারে খুশির পরিবেশ। নতুন বাবা- মাও দারুণ খুশি। তারকা জুটি তাঁদের মেয়ের নাম রেখেছেন কৃষভি, যা কৃষ্ণের নাম। সকলেরই অপেক্ষায় ছিলেন, কবে একরত্তির ছবি দেখবেন। অবশেষে বুধবার মেয়ের ঝলক সামনে আনলেন কাঞ্চন- পত্নী। 

পরনে সাদা- লাল জামা, ছোট্ট গোলাপী হাত নিজের আঙুল দিয়ে ধরে রেখেছেন নতুন মা শ্রীময়ী। নিজের ইনস্টা স্টোরিতে হাসপাতাল থেকেই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। স্ত্রীয়ের স্টোরি নিজের ইনস্টাতে রি-শেয়ার করেছেও অভিনেতা- বিধায়ক। যদিও এখনও টলিপাড়ার এই নতুন স্টার কিডের মুখ সামনে আসেনি। তাও তার এক ঝলক পেয়েও দারুণ খুশি অনুগামীরা। 

 

 

কাঞ্চন মল্লিকের বয়স প্রায় ৫৪ বছর। অন্যদিকে এখনও ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। 'বাবুসোনা' ধারাবাহিকের মাধ্যমে আলাপ তাঁদের। সেই সময় স্কুলে পড়তেন শ্রীময়ী। সেসময় কাঞ্চন টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনেতা। শ্রীময়ীর থেকে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চন। একে-অপরকে ১২ বছর ধরে চেনেন। 

 

 

মেয়ের জন্মের পর  bangla.aajtak.in-র সঙ্গে হাসপাতাল থেকেই মা হওয়ার অনুভূতি শেয়ার করেন শ্রীময়ী। অভিনেত্রী বলেন, "অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি ভাবতেই পারছি না যে আমি একটা প্রাণকে সৃষ্টি করলাম। যতবার মেয়েকে আনছে আমি ততবারই অবাক হয়ে দেখছি। কাঞ্চনও বিশ্বাস করতে পারছে না। খালি বলছে এই তো তোর সঙ্গে আলাপ হল, সেই ক্লাস নাইনে পড়তিস আর আজকে তুই মা হচ্ছিস।" তিনি যোগ করেন, "আমি তো থরথর করে কাঁপছিলাম। কাঞ্চন বসেছিল আমায় জড়িয়ে মাথার কাছে। আর যখন বেবি বের হল কাঞ্চনের যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যাবে না।" 

Advertisement

 

 

কৃষভিকে প্রথমবার কোলে নিয়ে কেমন অনুভূতি? এই প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেন, "একটা পুরো পুতুল, আমি এখনও বোঝাতে পারছি না। তুলোর মতো একটা কিছু। আমি তো ব্রেস্ট ফিড করাতেও ভয় পাচ্ছি। মেয়ের কৃষভি নামটা আমি আর কাঞ্চন মিলিতভাবে দিয়েছি। দু'জনেই কষ্ণের খুব ভক্ত আর কৃষভি কৃষ্ণেরই আর এক নাম। যার অর্থ শক্তি ও বিরল।" 

 

প্রসঙ্গত, গত ২ মার্চ পরিবার- পরিজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা বলেন টলিপাড়ার চর্চিত 'লাভ বার্ডস'।  কাঞ্চন- শ্রীময়ীর বিয়ে, ভাতকাপড়, ঘরোয়া বৌভাত, রিসেপশনের নানা মুহূর্ত নেটমাধ্যমে ভাইরাল হয়। ৬ মার্চ আয়োজন হয় তাঁদের 'প্রাইভেট' রিসেপশন পার্টির। এলাহি আয়োজন সত্ত্বেও কড়া নিরাপত্তা ছিল। কোনও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি নেই, তা জানিয়েছেন শ্রীময়ী। কারণ হিসাবে তিনি বলেছেন, কাঞ্চনের নাকি পছন্দ নয় এই বিষয়টি। এক সাক্ষাৎকারে সম্প্রতি অভিনেতা- বিধায়ক জানান, তাঁদের কঠিন সময়ে যারা পাশে ছিলেন, একমাত্র তাঁরাই নিমন্ত্রিত থাকবেন বিয়ে বাড়িতে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement