Advertisement

Subhashree's Fan Moment: বাঁশের মাথায় উঠে শুভশ্রীকে প্রেমের কথা জানালেন ভক্ত! শুনে নায়িকা যা করলেন...

Tollywood Gossips: মাচা অনুষ্ঠানে গিয়ে নানা রকম অভিজ্ঞতা হয় তারকাদের। কিছু ভাল বা কিছু খারাপ। অনেক সময় নানা সমস্যাতেও পড়তে হয়। আবার বিপুল সংখ্যক মানুষের সরাসরি ভালোবাসা পান তারকারা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 1:04 PM IST

টেলি থেকে টলি তারকাদের মাচা অনুষ্ঠান মফস্‌সল হোক কিংবা শহরতলিতে খুবই জনপ্রিয়। বর্তমানে মাচা করলেও, তা স্বীকার করতে চান না, বহু তারকা। তবে বহু অভিনেত্রী মনে করেন, এই গ্রাম- বাংলা, শহরতলির মানুষদের ভালোবাসায় তারা কৃতজ্ঞ এবং কেরিয়ারের সাফল্যের পিছনে অনেকটাই ভূমিকা থাকে। এজন্যেই টলিউড ছবি মুক্তির আগে, বেশ কিছু বছর আগের মতো জেলায় জেলায় গিয়ে প্রচার চালানো নতুন ট্রেন্ড। 

মাচা অনুষ্ঠানে গিয়ে নানা রকম অভিজ্ঞতা হয় তারকাদের। কিছু ভাল বা কিছু খারাপ। অনেক সময় নানা সমস্যাতেও পড়তে হয়। আবার বিপুল সংখ্যক মানুষের সরাসরি ভালোবাসা পান তারকারা। এরমই এক অভিজ্ঞতা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে নায়িকাকে ভালোবাসার কথা জানালেন এক অনুগামী। আর এরপরই ঘটল মজার ঘটনা। 

আসলে, শুভশ্রীর এক অনুষ্ঠানে তাঁকে দেখার জন্যের ভিড়ের মধ্যে বাঁশের মাথায় উঠে যায় এক ভক্ত। সেখান থেকেই চিৎকার করে যুবক বলেন, 'আই ইউ ইউ, মাই লভ'। একথা কানে যায় টলিউড নায়িকার। চোখে পড়ে সেই যুবক। স্টেজে ডেকে পাঠান তাকে। ব্যস! লজ্জায় লাল নায়িকার ভক্ত। ভয়ে, মঞ্চে যেতে চাইছিলেন না। এদিকে অভিনেত্রীও নাছোড়বান্দা। শেষে মঞ্চে উঠে এলেন তিনি। শুভশ্রী তাকে জিজ্ঞেস করে, কী বলছিলে ওখান থেকে বলো। লাজুক যুবকের উত্তর, 'আই লাভ ইউ বলছিলাম'। এঘটনায় দারুণ মজা পায় উপস্থিত দর্শক থেকে নেটিজেনরা। 

আরও পড়ুন

 

প্রসঙ্গত, ফের বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। চমক এখানেই শেষ নয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। সোমবার নিজেদের ছবি নিয়ে বড় ঘোষণা করবেন 'দেশু'।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement