Advertisement

Tollywood Gossips: বাড়ির অমতে বিবাহিত পরিচালকের সঙ্গে সহবাসে টলি নায়িকা! নতুন জুটিকে নিয়ে জোর চর্চা

Tollywood Gossips: তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। তাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। এরকমই এক নতুন 'লাভ বার্ডস'-কে নিয়ে এখন টিনসেল টাউনের অন্দরে চলছে জোর চর্চা। 

টলিউড গসিপটলিউড গসিপ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Dec 2025,
  • अपडेटेड 1:50 PM IST

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কার জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। তাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। এরকমই এক নতুন 'লাভ বার্ডস'-কে নিয়ে এখন টিনসেল টাউনের অন্দরে চলছে জোর চর্চা। 

স্টুডিও পাড়ার গুঞ্জন, টলিউডের নামকরা এক বিবাহিত পরিচালকের সঙ্গে সহবাস করতে শুরু করেছেন এক টলি নায়িকা। দু'জনের বয়সের ফারাক অনেকটাই। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোক কিংবা ফিল্মি পার্টি, এমনকী ছবির প্রিমিয়ারেও বেশ কিছু মাস ধরেই একসঙ্গেই ধরা দেন তাঁরা। দু'জনের 'বিশেষ' রসায়ন চোখ এড়ায়নি কারও। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি শেয়ার করেন। প্রশ্ন উঠলেই, একে অপরের 'ভাল বন্ধু' তকমা দেন। যদিও এই 'বিশেষ বন্ধু' পরিচালককে নিয়ে প্রশ্ন উঠলেই টোল পরা একগাল হাসি আরও চকচক করে নায়িকার। 

টলিউডে বেশি বয়স হয়নি এই নায়িকার। মাত্র বছর পাঁচ- ছয়েক হবে। এদিকে শুরুতেই আরও এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। প্রথম সারির এই পরিচালকের নাম বহু নায়িকার সঙ্গে বহুবার  জড়িয়েছে। এমনকী এক তাবড় অভিনেত্রীর সঙ্গেও অতীতে তাঁর সম্পর্ক কারও অজানা না।

পরিচালকের অভিনেত্রী স্ত্রী থাকেন অন্য দেশে, বাবা-মা ও সন্তানের সঙ্গে। টলিপাড়ার গুঞ্জন, দু'জনের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েছে বহুদিন। মাঝে শোনা গিয়েছিল, পরিচালক ও তাঁর স্ত্রীয়ের বিবাহবিচ্ছেদ হয়ে যাবে। তবে আলাদা থাকলেও এখনও নাকি বিচ্ছেদ হয়নি তাঁদের।

এদিকে খবর, পরিচালকের সঙ্গে একই বাড়িতে থাকায় ঘোর আপত্তি নায়িকার পরিবারের। যেহেতু অভিনেত্রীর বাড়ি মফস্বলে, তাই আরও তাঁদের পক্ষে মেনে নেওয়া কঠিন হচ্ছে গোটা বিষয়টা। চর্চিত এই জুটির কাছের মানুষেরা জানান, একটি ছবির শ্যুটিংয়ের ফাঁকে সমুদ্র সৈকতে একান্তে সময় কাটাচ্ছিলেন তাঁরা। সেই সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। 

Advertisement

তারকাদের সমীকরণ বোঝা খুবই কঠিন। এই আড়ি, আবার এই ভাব। যদিও লাইটস, ক্যামেরার সামনে তাঁরা যাই করেন, বেশীরভাগ ক্ষেত্রেই সেটা 'ইমেজ' রক্ষার্থে। এবার এই পরিচালক- নায়িকার 'বিশেষ বন্ধুত্ব' কতদিন থাকে বা কোন দিকে এগোয়, সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সময়ের অপেক্ষা।  
 

Read more!
Advertisement
Advertisement