Advertisement

Srabanti Chatterjee: আবার ফিটনেস ট্রেনারের প্রেমে পড়েছেন শ্রাবন্তী? টলিউডে জোর গুঞ্জন

তিন নম্বর বিয়ে ভেঙে অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর ব্যবসায়ী বন্ধুর সঙ্গে। কিন্তু টলিউডে জোর গুঞ্জন শ্রাবন্তীর সেই সম্পর্ক এখন নাকি অতীত। যদিও প্রেম ছাড়া অসম্পূর্ণ শ্রাবন্তীর জীবন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2023,
  • अपडेटेड 3:06 PM IST

মন যে করে উরু উরু...। ২০১০ সালে মুক্তি পাওয়া হিরণ-কোয়েলের জুটির এই সিনেমার নামের সঙ্গে টলিউডের এই অভিনেত্রীর বিস্তর মিল খুঁজে পাওয়া যায়। তিনি একাধারে দারুণ অভিনেত্রী। আবার তাঁর ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম দখল করেছেন। কথা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। অভিনেত্রীর মন সর্বদাই উরু উরু। 

তিন নম্বর বিয়ে ভেঙে অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর ব্যবসায়ী বন্ধুর সঙ্গে। কিন্তু টলিউডে জোর গুঞ্জন শ্রাবন্তীর সেই সম্পর্ক এখন নাকি অতীত। যদিও প্রেম ছাড়া অসম্পূর্ণ শ্রাবন্তীর জীবন। নতুন মানুষ নাকি ইতিমধ্যেই অভিনেত্রীর জীবনে এন্ট্রি নিয়ে নিয়েছেন।  আসলে নায়িকার মনের মর্জি বোঝা বড় দায়। কখন প্রেম করছেন আবার কখন বিয়ে করছেন তা আগে থেকে কিছুই বোঝা যায় না, সবটাই হয় হুট করে। তিন নম্বর গাঁটছড়া থেকে বেরিয়ে শ্রাবন্তী মজেছিলেন এক ব্যবসায়ীর প্রেমে। দিব্যি চলছিল সবকিছু। পাহাড় থেকে সমুদ্র সব জায়গাতেই ঘুরে বেরিয়েছেন এই জুটি।

আরও পড়ুন

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

 

না, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট না করলেই, টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল শ্রাবন্তীর প্রেমের গল্প। এমনকী জন্মদিনেও নাকি নায়িকাকে হিরের আংটি উপহার দিয়েছিলেন। তাহলে এমন কী ঘটল যে সেই সম্পর্ক ভেঙে গেল? শোনা যাচ্ছে, সেই প্রেমিক অন্য কিছু দেওয়া-নেওয়ার দিকে এগোতেই শ্রাবন্তী বেঁকে বসেন এবং প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে তাঁরা এখন নিছকই বন্ধু বলেই শোনা যাচ্ছে।

তবে এরই মধ্যে আবার অন্য গুঞ্জন শোনা যাচ্ছে। অভিনেত্রীর জীবনে আর একজনের প্রবেশ হয়েছে, যিনি নাকি অভিনেত্রীর মনের সঙ্গে শরীর ফিট রাখার দায়িত্বও নিয়ে নিয়েছেন। টলি পাড়ায় জোর গুঞ্জন শ্রাবন্তী নাকি তাঁর জিম ইনস্ট্রাকটরের প্রেমে পাগল। প্রায়ই তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। শ্রাবন্তী কিন্তু এখন শরীর নিয়ে যথেষ্ট সচেতন, তাঁকে প্রায়ই তাঁর শরীর চর্চার ভিডিও দিতে দেখা যায়। শ্রাবন্তী যে জিমে যান সেখানে টলিউডের একাধিক তারকাকে প্রায়ই দেখা যায় শরীরচর্চা করতে। জিম ইনস্ট্রাকটর তথা জিমের মালিকের জনপ্রিয়তাও কিন্তু তুঙ্গে। নায়িকার ঘনিষ্ঠরা কিন্তু এখনও এই সম্পর্ক নিয়ে সন্দিহান। তবে অভিনেত্রী এত কিছু ভাবেন না, মনের টানেই ইতিউতি চলে যান।

Advertisement
Read more!
Advertisement
Advertisement