Advertisement

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শ্রীলেখা

আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra). নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film festival) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। ওয়ান্স আপন আ টাইম গল ক্যালকাটা (Once upon a time in calcutta) ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হল তাঁকে। স্বাভাবিক ভাবে এই পুরস্কার জিতে যথেষ্ট খুশি শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র
Aajtak Bangla
  • কলকাতা/নিউ ইয়র্ক,
  • 15 May 2022,
  • अपडेटेड 9:40 AM IST

আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra). নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film festival) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। ওয়ান্স আপন আ টাইম গল ক্যালকাটা (Once upon a time in calcutta) ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হল তাঁকে। স্বাভাবিক ভাবে এই পুরস্কার জিতে যথেষ্ট খুশি শ্রীলেখা।

পুরস্কার জেতার খবর এবং ভিডিও নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করেন অভিনেত্রী। যেখানে সমস্ত মনোনীত অভিনেত্রীদের নাম ঘোষণা করার পর সেরা অভিনেত্রী হিসাবে শ্রীলেখার নাম ঘোষণা করা হয়। তিনি উপস্থিত না থাকায় তাঁরই সহ অভিনেতা অরবিন্দ ঘোষ পুরস্কারটি গ্রহণ করেন।

 

পুরস্কার জেতার পর যে পোস্টটি তাঁর ফেসবুক ওয়ালে করেছেন তা শ্রীলেখার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। কারণ তিনি বরাবরই ভীষণ সোজাসাপ্টা। ঠোঁটকাটা হিসাবে ইন্ডাস্ট্রিতে সুনাম এবং দুর্নাম দুইই আছে। কিন্তু শ্রীলেখা এ সবের তোয়াক্কা করেন না। তিনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাননি কখনও। দিন কত আগেও সাহিত্য অকাদেমি পুরস্কার নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছিলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'I won......thank you Universe, thank you #NewYorkIndianFilmFestival ,thank you Aditya Vikram Sengupta thank you Arindam Ghosh ,thank you team #OUATIC thank you lovers and haters I owe this to you ALL. Amar Baba Ma is super proud am sure.'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement