৩০ বছর পর ফের একে-অপরের গলায় মালা দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায় ও চূর্ণী গঙ্গোপাধ্য়ায়। আর সেই বিয়ের সাক্ষী থাকলেন তাঁদের একমাত্র পুত্র উজান। আসলে মা-বাবার বিয়ে দেখার সুযোগ সন্তানেরা পান না। আর উজান সেই সুযোগ পেয়ে হাতছাড়া করেন কী করে।
মালা বদল করলেন কৌশিক-চূর্ণী
আসলে কৌশিক-চূর্ণীর ৩০ বছরের বিবাহ বার্ষিকী ছিল সোমবার। কিন্তু রবিবার রাতেই পরিবারের সকলের সঙ্গে তা উদযাপন করেন তাঁরা। কেক কাটার পাশাপাশি ছিল মালা বদলের আয়োজন। মা-বাবার সেই মালা বদলের চাক্ষুষ অভিজ্ঞতা করলেন পুত্র উজান। যদিও গোটা এই সারপ্রাইজ অনুষ্ঠানের বিন্দু বিসর্গ জানতেন না কৌশিক-চূর্ণী। এমনকী উজানেরও জানা ছিল না।
মা-বাবাকে শুভেচ্ছা উজানের
উজান এই উদযাপনের ছবি ও তাঁর মা-বাবার একসঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁদের ৩০ বছরের বিবাহবার্ষিকীর জন্য শুভেচ্ছা জানান।
আরও পড়ুন : টিআরপিতে জায়গা করতে ব্যর্থ, বদলাতে পারে এই জনপ্রিয় সিরিয়ালের স্লট
পুরনো বিয়ের ছবি শেয়ার করেন চূর্ণী
অপরদিকে, চূর্ণী গঙ্গোপাধ্যায় ৩০ বছর আগে বিয়ের দিন সিঁদুরদানের ছবি পোস্ট করে স্মৃতিতে ভেসেছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘৩০ বছর আগের কথা। সেই মুহূর্ত, যখন সামনে কী আছে না জেনেই নতুন জীবনে আত্মসমর্পণ।’ অভিনেত্রী এর সঙ্গে আরও যোগ করে জানান যে কৌশিক তখন স্কুলে পড়াতেন এবং তিনি স্নাতকোত্তরের পরই বিয়ে করে নেন। দ্বিধা থরথর পায়ে শ্বশুরবাড়িতে প্রবেশ, কৌশিকের সিনেমা জগতে আসা। সবকিছুর মাঝে তাঁদের জীবনে আসে আর এক নতুন জীবন, যা উপহারের মতো। তা তাঁদের ছেলে, উজান।
একসঙ্গে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয়ও করেছেন
শুভ বিজয়া সিনেমায় প্রথমবারের মতো স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। টলিউডে কৌশিক গঙ্গোপাধ্যায় একাধারে প্রতিভাবান পরিচালক ও অসাধারণ একজন অভিনেতা। অন্যদিকে, চূর্ণী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। চরিত্রের ধাঁচে নিজেকে কীভাবে ফেলতে হয় সেই কৌশল ভালোই জানেন অভিনেত্রী। পরিচালক করণ জোহর পরিচালিত রকি অউর রানী কি প্রেম কাহানি সিনেমাতেও দেখা যাবে তাঁকে।