Advertisement

Koel Mallick Real Name: এই কারণে 'কোয়েল' নামেই পরিচিতি পান তিনি! ঠিক কী ঘটেছিল?

Tollywood Actress: যুগ যুগ ধরে, টলিউড হোক বা বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকারা ছবিতে নিজেদের আসল নাম ব্যবহার করেন না। কারও ক্ষেত্রে 'লাক ফ্যাক্টর' তো কারও ঘটনাচক্রে প্রাপ্ত নামই হয়ে গেছে পরিচিত। 

কোয়েল মল্লিককোয়েল মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 12:41 PM IST

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তারা কী খান, কী পরেন ইত্যাদি সব নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান, তাদের পছন্দের নায়ক- নায়িকার ডাক নাম বা আসল নাম কী। যুগ যুগ ধরে, টলিউড হোক বা বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকারা ছবিতে নিজেদের আসল নাম ব্যবহার করেন না। কারও ক্ষেত্রে 'লাক ফ্যাক্টর' তো কারও ঘটনাচক্রে প্রাপ্ত নামই হয়ে গেছে পরিচিত। 

অনেকের অজানা, কোয়েল মল্লিকের আসল নাম অন্য। তবে তিনি পরিচিত কোয়েল নামেই। নায়িকার স্কুলের নাম রুক্মিণী মল্লিক আর ডাকনাম কোয়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী শেয়ার করেন, কীভাবে ইন্ডাস্ট্রিতে তিনি এই নামে পরিচিত হলেন। রঞ্জিত মল্লিক কন্যা বলেন, "আমার স্কুলের নাম রুক্মিণী আর বাড়ির নাম কোয়েল। আমার প্রথম ছবি ছিল হরনাথ চৌধুরীর 'নাটের গুরু'। হর কাকু জানতেন না যে, আমার কোনও আসল নাম আছে। কোয়েল নামটা তো পচা, পুচি এসব বাড়ির নামের মতো নয়। তাই হয়তো উনি ভেবেই নিয়েছিলেন, ওটাই আমার ফরমাল নাম। আমার নাম না জিজ্ঞেস করেই সিনেমাতে দেওয়া হয়েছিল। তাই নামটা ওরম ভাবেই থেকে গেছে।" 

এবছর বড়দিনে মুক্তি পেয়েছে কোয়েলের ছবি 'মিতিন একটি খুনির সন্ধানে'। এদিকে টলিপাড়ায় বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে নয়া গুঞ্জন। দেবের 'খাদান ২'-তে নাকি দেখা যাবে কোয়েলকে। সত্যিই কি তাই? নাকি এটা শুধুই জল্পনা মাত্র? সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েলকে এই প্রশ্ন করা হয়। নায়িকার উত্তরে রয়েছে ইতিবাচক ইঙ্গিত। কোয়েল বলেন, "বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।" 

Advertisement

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক। ৪২ বছরে ফের মা হয়েছেন টলিউডের মিতিন মাসি। কন্যা সন্তানের জন্ম দেন নায়িকা। কোয়েল মল্লিক নিয়মানুবর্তিতা মেনে চলতে পছন্দ করেন। সন্তানদেরও সেভাবেই মানুষ করছেন তিনি। সম্প্রতি ছবির প্রচার হোক কিংবা কোনও ফিল্মি পার্টিতে কোয়েলের স্নিগ্ধ লুক সকলের নজর কেড়েছেন। 
     

Read more!
Advertisement
Advertisement