Advertisement

Yash-Nusrat: নুসরতের সঙ্গে 'চিট' করলেন যশ, রেগে আগুন নায়িকা, ব্যাপারটা কী?

যেখান থেকে প্রেম শুরু হয়েছিল নুসরত জাহান ও যশ দাশগুপ্তের, সেই রাজস্থানেই ফের ঘুরতে গেলেন নুসরত-যশ। রাজস্থানের গোলাপি শহর জয়পুরে এই জুটি রয়েছেন এই মুহূর্তে। সেখান থেকেই একাধিক ছবি-ভিডিও পোস্ট করে চলেছেন অভিনেত্রী। কিন্তু ঘুরতে গিয়ে যশ যে এরকম কীর্তি করে বসবেন তা ভাবতেই পারেননি নুসরত জাহান। কিন্তু কী এমন করলেন যশ, যার জন্য রেগে আগুন হলেন অভিনেত্রী।

নুসরত-যশ দাশগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামনুসরত-যশ দাশগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2023,
  • अपडेटेड 3:11 PM IST
  • যেখান থেকে প্রেম শুরু হয়েছিল নুসরত জাহান ও যশ দাশগুপ্তের, সেই রাজস্থানেই ফের ঘুরতে গেলেন নুসরত-যশ।
  • রাজস্থানের গোলাপি শহর জয়পুরে এই জুটি রয়েছেন এই মুহূর্তে।
  • সেখান থেকেই একাধিক ছবি-ভিডিও পোস্ট করে চলেছেন অভিনেত্রী।

যেখান থেকে প্রেম শুরু হয়েছিল নুসরত জাহান ও যশ দাশগুপ্তের, সেই রাজস্থানেই ফের ঘুরতে গেলেন নুসরত-যশ। রাজস্থানের গোলাপি শহর জয়পুরে এই জুটি রয়েছেন এই মুহূর্তে। সেখান থেকেই একাধিক ছবি-ভিডিও পোস্ট করে চলেছেন অভিনেত্রী। কিন্তু ঘুরতে গিয়ে যশ যে এরকম কীর্তি করে বসবেন তা ভাবতেই পারেননি নুসরত জাহান। কিন্তু কী এমন করলেন যশ, যার জন্য রেগে আগুন হলেন অভিনেত্রী।   

নুসরতকে ভাঁওতা দিলেন যশ
যশ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, নুসরত সাজগোজ করে পোজ দিয়ে ছবি তোলার জন্য একেবারে রেডি। এই ছবিগুলি তুলে দেওয়ার কথা যশের। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, নুসরত ছবির জন্য পোজ দিলেও যশ কিন্তু তাঁর প্রেমিকার ছবি না তুলে বরং নিজের সেলফি তুলতে ব্যস্ত রয়েছেন। অর্থাৎ পুরোটাই ভাঁওতা দিয়েছেন নুসরতকে। এদিকে নুসরত তো এসব না জেনেই পোজ দিতে ব্যস্ত। খানিক পরে যেই না ছবি কেমন উঠেছে দেখতে আসেন, দেখেন গ্যালারিতে যশের ছবি।

 

আরও পড়ুন

বয়েজ উইল বি বয়েজ
এই ভিডিও শেয়ার করে যশ ক্যাপশনে লিখেছেন, ‘বয়েজ উইল বি বয়েজ। তা নুসরত কেমন লাগল ছবিটা?’ যশের এই পোস্টের কমেন্টে নুসরত লেখেন, ‘এবার আমার প্রতিশোধের জন্য অপেক্ষা করো… মিস্টার হিরো।’ আর অভিনেত্রী ‘বোনুয়া’ মিমি লিখলেন, ‘মরে গেলাম’, সঙ্গে কতগুলো হাসতে হাসতে চোখে জল আসার ইমোজি। এখানে উল্লেখ্য, মিমিও কিন্তু এখন রয়েছেন জয়পুরে। নুসরত-মিমি-যশ এই তিনজন যোগ দেবেন আউল ফেস্টিভ্যাল ২০২৩-তে। নুসরত ও মিমি একই জায়গায় থাকলেও দুজনের কেউই একই ফ্রেমে ধরা দিচ্ছেন না। তা নিয়ে নেট পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। 

 

যশ-নুসরতের প্রেম
যশ-নুসরতের প্রেম শুরু হয় ২০২০ সালের শেষের দিক থেকে। সেই প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। এরপর ২০২১ সালে সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। পরে জানা যায় তাঁর ছেলে ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। পরে নিজের ‘বর’ বলেও যশকে উল্লেখ করেন নুসরত। এমনকী নুসরতকে সিঁদুরও পরতে দেখা গিয়েছে। তবে বিয়ে নিয়ে এই দুই অভিনেতা কিছুই জানাননি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রোল হতে দেখা যায় নুসরতকে। কিন্তু এইসব কিছুকে পরোয়া করেন না নুসরত।   

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

বলিউডে ডেবিউ করবেন যশ
কাজের সূত্রে, যশ খুব শীঘ্রই ডেবিউ করবেন বলিউডে। 'ইয়ারিয়া ২'-তে তাঁকে দেখা যাবে দিব্যা খোসলা কুমারের সঙ্গে। অন্য দিকে, নুসরত জাহানকে শেষ দেখা গিয়েছে ‘স্বস্তিক সঙ্কেত’-এ। মুক্তির অপেক্ষায় ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ আর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। সঙ্গে সাংসদ হিসেবে দায়িত্ব তো রয়েছে।

Read more!
Advertisement
Advertisement