সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে। বাদ গেলেন না তারকা জুটি, তথা মহানায়ক উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও নাতবৌ দেবলীনা কুমারও। বিয়ের পর এবারই চট্টোপাধ্যায় বাড়িতে প্রথম পুজো দেবলীনার। ১৯৫০ সালে ছেলে গৌতম জন্মানোর পর উত্তম কুমার ভবানীপুরে চট্টোপাধ্যায় পরিবারে শুরু করেন লক্ষ্মী পুজো। যা আজও ঐতিহ্যের সঙ্গে পালিত হয়। এবাড়ির লক্ষ্মী প্রতিমার মুখ উত্তমকুমারের স্ত্রী গৌরী দেবীর মুখের আদলে তৈরি হয়। দেখুন মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজোর প্রস্তুতি।