মধ্যরাতে কলকাতায় পা দিলেন সলমান খান। ইস্টবেঙ্গলে সলমন নাইট। লাল হলুদের শতবার্ষিকী উপলক্ষ্যে, এর আগেও একবার সলমন খানকে (Salman Khan) আনার পরিকল্পনা করেন ক্লাব কর্তারা। কিন্তু করোনা অতিমারির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আর কোনও সমস্যা নেই। তাই আজ শনিবার, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। সলমন খান ছাড়াও, এই শো -তে উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকার। অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬টায়।