“আমার সৌভাগ্য আমি ওনার সঙ্গে কাজ করতে পেরেছিলাম। মা সরস্বতী যেন তাঁকে নিয়ে গেলেন অন্য কোন গ্রহকে উপহার দিতে।” সুর সম্রাজ্ঞীর চলে যাওয়াতে এমনই প্রতিক্রিয়া দিলেন সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি। পাশাপাশি তিনি বলেন, “ তিনি নেই এটা ঠিক না। খেলার মাঠ থেকে পুজোর ঘর সব জায়গাতে তিনি আছেন থাকবেন।”