ছবির প্রচারে বৃহস্পতিবার কলকাতায় আসেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। আগামী ২ জুন মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'জরা হটকে জরা বাঁচকে'। তিলোত্তমায় এসে রাস্তার পাশে ফুচকাও খেলেন সইফ কন্যা। চেখে দেখেছেন মিষ্টি দইও। সারাকে দেখতে এদিন ভিড় জমে শহরের রাস্তায়। নায়িক বলেন, 'কলকাতার মানুষের এনার্জি অনেক হাই।'