ফের বিতর্কে বাংলাদেশি গায়ক নোবেল। পেশাদার জীবন থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবন পুরোটাই বিতর্কের ঘেরাটোপে আবদ্ধ নোবেলের। সম্প্রতি আবারও এক কাণ্ড ঘটিয়ে ফের শিরোনামে উঠে এসেছে নোবেলের নাম। বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার বাংলাদেশের কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূ্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল নোবেলকে। গান গাওয়ার জন্যই তাঁকে ডাকা হয়েছিল। সেখানেই মঞ্চে গান পরিবেশন করার সময় অসংলগ্ন আচরণ করতে দেখা যায় তাঁকে। মনে করা হয় তিনি নেশা করে মঞ্চে গান গাইতে উঠেছিলেন।