“যখনই লতাজিকে ফোন করতাম ঠিক চিনতে পেরে যেতেন। কেমন করে বুঝতেন, জিজ্ঞেস করাতে তিনি বলতেন, তোমার আওয়াজ সবার থেকে আলাদা। গলা ভাল রাখতে আমাকে একাধিকবার মিছরি দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী। তাঁর সৃষ্টিই তাঁকে আমাদের মাঝে অমর করে রাখবে।” লতা মঙ্গেশকরের স্মৃতি রোমন্থনে এমন অনেক কথা বললেন ঊষা উত্থুপ। দেখুন ভিডিও।