Advertisement

করোনা

Coronavirus Vaccine: দেশে কবে আসছে ভ্যাকসিন? কতটা কার্যকরী? সব জানালেন বায়োটেক প্রেসিডেন্ট

Aajtak Bangla
  • 22 Nov 2020,
  • Updated 11:04 AM IST
  • 1/6

একাধিক সংস্থা এ বার বাজারে করোনা ভাইরাসের ভ্যাকসিন (Vaccine) আনার তোড়জোড় শুরু করে দিয়েছে। ভারতেও যত দ্রুত সম্ভব ভ্যাকসিন এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জোর কদমে চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি Covaxin শেষের পথে। শীঘ্রই বাজারে আসছে।

  • 2/6

কবে আসছে ভারতে ভ্যাকসিন? ভারত বায়োটেকের ওই ভ্যাকসিন কতটা কার্যকরী হবে Covaxin? ইন্ডিয়া টুডে-কে এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে সব বিস্তারিত জানালেন ভারত বায়োটেকের কোয়ালিটি অপারেশনস-এর প্রেসিডেন্ট সাই ডি প্রসাদ। জানালেন, তাঁদের লক্ষ্য, অন্তত ৬০ শতাংশ বা তার বেশি কার্যকরী হবে  Covaxin। ইতিমধ্যেই স্টেজ থ্রি ট্রায়াল শুরু করে দিয়েছে covaxin।
 

  • 3/6

Covaxin তৈরি করছে ভারত বায়োটেক ও ICMR যৌথ ভাবে। একেবারে দেশী প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছে কেন্দ্র। গোটা বিশ্বেই ভ্যাকসিন তৈরি হচ্ছে।  রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন ভ্যাকসিন আনার দৌড়ে রয়েছে। এ হেন সময়ে ভারতের বাজি হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক।
 

  • 4/6

কবে আসছে ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন? সাই ডি প্রসাদ জানালেন, যে ভাবে সব কিছু এগোচ্ছে, তাতে আগামী বছর অর্থাত্‍ ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে চলে আসবে ভ্যাকসিন। এই মুহূর্তে দেশে ২৬ হাজার স্বেচ্ছাসেবক ২৫টি সেন্টারে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছেন। 

  • 5/6

তিনি আরও জানালেন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রেজাল্ট আশা করা যাচ্ছে ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে চলে আসবে। সব কিছু ঠিক থাকলে, আগামী বছর দ্বিতীয় ত্রৈমাসিকেই ভারতের বাজারে আনা হবে covaxin।
 

  • 6/6

কতটা কার্যকরী হবে covaxin? ডি প্রসাদ জানালেন, ভারতের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন হল এই covaxin। ন্যূনতম ৬০ শতাংশ কার্যকর করার লক্ষ্যেই কাজ করা হয়েছে। তবে তার চেয়ে বেশিও কার্যকরী হতে পারে। 

Advertisement
Advertisement