Advertisement

করোনা

Covid 19 Situation In India : দেশে উদ্বেগজনক ভাবে বাড়ছে COVID, ২৪ ঘণ্টা আক্রান্ত ছাড়াল হাজার

Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Mar 2023,
  • Updated 1:48 PM IST
  • 1/6

করোনার চোখ রাঙানি আবারও বাড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারে তথ্য অনুযায়ী, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,১৩৪ জন (Covid 19 Situation In India)। দৈনিক পজিটিভিটি রেট ১.০৯ শতাংশ। পাশাপাশি সাপ্তাহিক পিজিটিভিটি রেট ০.৯৮ শতাংশ। 

  • 2/6

এদিকে দেশে H3N2 ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যাও গত কয়েকদিনে বেশখানিকটা বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশের রাজধানীতে ৬.৯৮ শতাংশ পজিটিভিটি হার-সহ ৩৪টি কেস রেকর্ড করা হয়েছে। রবিবার দিল্লিতে ৩.৯৫ শতাংশ পজিটিভিটি রেট-সহ ৭২টি কোভিড ১৯ কেস লগ করা হয়েছে। 

  • 3/6

শনিবার রাজধানীতে ৩.৫২ শতাংশ পিজিটিভিটি রেট-সহ ৫৮ টি কোভিড কেস রেকর্ড করা হয়। আর শুক্রবার ৩.১৩ শতাংশ পজিটিভিটি রেট-সহ ৩৮টি এবং বৃহস্পতিবার ২.২৫ শতাংশ পজিটিভিটি-রেট-সহ ৩২টি মামলা নথিভুক্ত করা হয়েছে৷ 

  • 4/6

এক্ষেত্রে উল্লেখ্য, করোনাকাল শুরুর পর থেকে গত ১৬ জানুয়ারি প্রথমবারের জন্য শূন্যতে নেমে এসেছিল নতুন করে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশের রাজধানীতে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,০৮,০৮৭-এ। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৫২৪-এ। 
 

  • 5/6

এর আগে গত শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, দিল্লির হাসপাতালে খুব বেশি ইনফ্লুয়েঞ্জার কেস নেই এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • 6/6

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) বলেছে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা A সাবটাইপ H3N2 ভাইরাসের কারণে। H3N2 ভাইরাস অন্যান্য সাব-টাইপসের তুলনায় বেশি হাসপাতালে ভর্তির দিকে নিয়ে যাচ্ছে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে সর্দি, ক্রমাগত কাশি এবং জ্বর।

 

আরও পড়ুন - এই কাজ না করে থাকলে IT ফাইলে হবে ব্যাপক সমস্যা, জেনে নিন

Advertisement
Advertisement