Advertisement

করোনা

আসছে করোনার 'সুপার ভ্যাকসিন', এর কী কী উপকারিতা?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Jun 2021,
  • Updated 4:29 PM IST
  • 1/7

গোটা  পৃথিবীজুড়ে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন চিকিৎসকরা। ভারত-সহ পৃথিবীর নানা দেশের গবেষকরা দেখছেন আরও কীভাবে উন্নত ভ্যাকসিন তৈরি করা যায়। তবে বিজ্ঞানীরা এবার এমন ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছেন, যেটি ভবিষ্যতে যে কোনও সংক্রমণকে প্রতিরোধ করতে পারে। 

  • 2/7

সংবাদসংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, বিজ্ঞানীরা ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেছেন। যেটি যে কোনও ভ্যারিয়েন্টের সঙ্গে মোকাবিলা করতে সম্ভব। 

  • 3/7

এখানেই শেষ নয়, এই ভ্যাকসিন যাতে যে কোন সংক্রমণের মোকাবিলা করতে পারে, সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। 
 

  • 4/7

আমেরিকায় এই নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কেউ জানে না আগামিদিনে কোন ভাইরাস মহামারির আকার নেবে। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। 

  • 5/7

বিজ্ঞানীরা একে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন নাম দিয়েছেন। mRNA- পদ্বতিতে এই ভ্যাকসিন তৈরি হচ্ছে। ফাইজারের ভ্যাকসিন তৈরির সময়ও এই পদ্বতি অবলম্বন করা হয়েছিল। 

  • 6/7

 জানা যাচ্ছে, আগামী বছর এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। এখন টেস্টিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। 
 

  • 7/7

গবেষকরা জানিয়েছেন, পরিকল্পনা মোতাবেক কাজ চলছেয যদি এভাবেই চলে তাহলে 'সুপার ভ্যাকসিন' আসবে সেই বিষয়টি নিশ্চিত। 

Advertisement
Advertisement