ওমিক্রন আবহে চূড়ান্ত আতঙ্ক বাড়াচ্ছে করোনা। স্বাস্থ্য দফতরের বৃস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ২,১২৮, যা প্রায় বুধবরের দ্বিগুণ।
বুধবার রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১,০৮৯। বৃহস্পতিবারের বুলেটিন দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে ১,০৯০ জনই কলকাতার (Kolkata)।
এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,৩৫,০৩৪ জন।
তবে একইসঙ্গে এদিন দৈনিক সুস্থের সংখ্যাও বেড়েছ। এদিন করোনামুক্ত হয়েছেন ১,০৬৭ জন। ফলে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৬,০৬,৫০১ জন।
অন্যদিকে এদিন দৈনিক মৃত্যুর সংখ্যাতেও কোনও পরিবর্তন আসেনি। গতকালের মতো আজও রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। যার জেরে রাজ্যে মোট করোনার বলি বেড়ে হল ১৯,৭৫৭ জন।
তবে এই পরিস্থিতে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক্ষেত্রে চিকিৎসকদের কেউ কেউ মনে করছেন করোনার তৃতীয় ঢেউ রাজ্যে চলে এসেছে। সংক্রমণের গ্রাফের দিকে নজর রেখে বারেবারেই মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন তাঁরা।