Advertisement

করোনা

Covid-19 Surge: করোনার লাগামহীন গতি, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার

Aajtak Bangla
  • 10 Jan 2022,
  • Updated 10:40 AM IST
  • 1/8

ভারতে শেষ ২৪ ঘন্টায় নতুন করে ১,৭৯,৭২৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সোমবারের রিপোর্টে কোভিডে আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় ১২.৬ শতাংশ বেশি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৬ জনের।

  • 2/8

ভারতের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যের কথা বললে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৪৪,৩৮৮টি পজেটিভ কেস নথিভুক্ত হয়েছে।

  • 3/8

এছাড়াও শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ২৪,২৮৭, দিল্লিতে ২২,৭৫১, তামিলনাড়ুতে ১২,৮৯৫ এবং কর্ণাটকে ১২ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

  • 4/8

ভারতে, রবিবার পাওয়া মোট করোনার নথিভুক্ত কেসের মধ্যে, এই ৫টি রাজ্য থেকেই ৬৪.৭২ শতাংশ নতুন কেস পাওয়া গেছে। এর বাইরে, ২৪.৭ শতাংশ কেস পাওয়া গেছে শুধু মহারাষ্ট্রেই।

  • 5/8

শেষ ২৪ ঘন্টায় নথিভুক্ত সরকারি তথ্য অনুযায়ী, কেরলে সর্বাধিক সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই রাজ্যে একদিনে ৪৪ জন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া, পশ্চিমবঙ্গে শেষ ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

  • 6/8

ওমিক্রন ভেরিয়েন্টের দাপটে শেষ চার দিন ধরে ভারতে লক্ষাধিক মানুষ রোজ কোভিডে আক্রান্ত হচ্ছেন। রবিবারের কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, সেদিন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

  • 7/8

রবিবার দেশে ৪৬ হাজার ৫৬৯ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩,৪৫,০০,১৭২ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। দেশে করোনার সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে ৭,২৩,৬১৯। গত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা আক্রান্তের ১,৩৩,০০৮টি কেস নথিভুক্ত হয়েছে।

  • 8/8

আজ থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোভিডের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এছাড়াও, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ২৯,৬০,৯৭৫টি ডোজ দেওয়া হয়েছে। দেশে এখন পর্যন্ত ১৫১ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement