করোনার টিকা হাতে পাওয়ার অপেক্ষায় এখন দিন গুনছে বিশ্বের কোটি কোটি মানুষ। বিশ্ব বাজারে করোনার কার্যকরী টিকা ছাড়ার তোড়জোড়ও ইতিমধ্যে শুরু করে দিয়েছে মোদার্না, রাশিয়ার RDIF। তবে টিকা এলেই কি করোনা থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব!
এর ইঙ্গিত মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাসের (Tedros Adhanom Ghebreyesus) কথায়। বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি জানান, করোনা মহামারি রুখতে প্রতিষেধক যথেষ্ট নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল জানান, শুধু টিকা দিয়ে করোনা মহামারি রোখা সম্ভব নয়। তাঁর মতে, টিকা আবিষ্কার হলেও করোনা সংক্রমণের যথেষ্ট সুযোগ থাকবে। তাই সতর্কতায় কোনও রকম ঢিলেমি দেওয়া চলবে না।
করোনার ওষুধ, প্রতিষেধক আসার পরেও যে এই ভাইরাসের প্রকোপ থেকে সহজে রেহাই মিলবে না, এ বিষয়ে আগেও সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা! তাছাড়া, টিকা হাতে আসার পরও তা প্রথমে স্বাস্থ্যকর্মী, প্রবীণ নাগরিক এবং এমনই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ মানুষকেই দেওয়া হবে।
টেড্রস আধানম ঘেব্রেইসাসের মতে, বাজারে করোনার টিকা আসার পরে করোনা সংক্রমণে কিছুটা লাগাম টানা সম্ভব হবে, কমবে মৃত্যুর হারও। তবে এখনই পুরোপুরি বিপন্মুক্ত হওয়া যাবে না। এখনই মুক্তি মিলবে না করোনা মহামারি থেকে।