Advertisement

করোনা

Coronavirus in Kids : মালদায় ৩ শিশু COVID আক্রান্ত, প্রবল উদ্বিগ্ন মা-বাবারা

মিল্টন পাল
  • মালদা,
  • 01 Oct 2021,
  • Updated 11:30 PM IST
  • 1/11

Coronavirus in Kids: মালদায় তিন শিশুর দেহে মিলল করোনার ভাইরাস। বিশেষ কোভিড ওয়ার্ডে রেখে শিশুদের চিকিৎসা করা হচ্ছে। জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়। 

  • 2/11

এই ঘটনায় উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। শিশুদের করোনা হলেও তাদের কোনও উপসর্গ দেখা যায়নি বলে জানা গিয়েছ।

  • 3/11

গত ৪৮ ঘন্টায় মালদায় তিনজন শিশুর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল।

  • 4/11

আক্রান্ত শিশুদের মধ্যে যেমন চার মাসের নবজাতক রয়েছে, তেমনই চার বছর, আট বছরের শিশুও রয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে বেশির ভাগই কন্যা সন্তান। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে।

  • 5/11

এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে করোনা আক্রান্ত কোনও রোগী ভর্তি নেই।

  • 6/11

তিনি আরও জানান, বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে। এর মধ্যে ১৭টি করোনা পজিটিভ এসেছে। পজিটিভ হওয়ার হার শতকরা ৩.৭ শতাংশ। সংখ্যা কিছুটা বেড়েছে।

  • 7/11

মালদা জেলায় নতুন করে শিশুরা করোনায় আক্রান্ত হয়েছে। তবে শিশুদের রিপোর্টে করোণা পজিটিভ এসেছে ঠিকই। কিন্তু তেমন কোনও উপসর্গ তাদের মধ্য়ে নেই। তবে মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে বড়দের করোনা বিধিনিষেধ আচরণ মেনে চলে চলাফেরা করতে হবে। বাড়িতে এসে প্রথমে স্নান করে জামাকাপড় ধুয়ে ফেলে শিশুর কাছে যেতে হবে।

  • 8/11

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বড়রা সাবধান থাকলেই ছোটরাও সাবধান থাকবে। মুখে মাক্স অবশ্যই পড়তে হবে।

  • 9/11

এদিকে, শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ আসা রোগী এবং রোগীর আত্মীয়দের এবং বিশেষ করে শিশুদের মুখে প্রায়ই মাস্ক না পড়ে থাকতে দেখা গেল। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। করোনা বিধি-নিষেধ না মানলে সংক্রমণের সংখ্যা দিনে দিনে ক্রমশ বাড়তে থাকবে।

  • 10/11

বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে আরও সচেতন হতে হবে। বিধি মেনে চলতেই হবে।

  • 11/11

না হলে কোনও উপায় নেই। সবাই সমস্যায় পড়বে। সংক্রমণের হার বাড়বে। আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। মাস্কের গুরুত্ব যেন ভুলে না যাই।

Advertisement
Advertisement