Advertisement

করোনা

COVID 3rd Wave: ৪ থেকে ৫ লক্ষ হবে একদিনে! COVID থার্ড ওয়েভ শীর্ষে কবে?

Aajtak Bangla
  • 07 Jan 2022,
  • Updated 1:15 PM IST
  • 1/8

ভারতে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টের (Omicron Variant) কারণে ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই আইআইটি কানপুরের (IIT Kanpur) অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল এই সংক্রান্ত গুরুতর দাবি করেছেন।

  • 2/8

তাঁর দাবি, ওমিক্রনের কারণে ফেব্রুয়ারিতে দেশে তৃতীয় তরঙ্গ (COVID-19 Third Wave) তার শীর্ষস্তরে পৌঁছাবে। তবে এবার রোগীর সংখ্যা খুব বেশি হবে না এবং করোনায় আক্রান্তদের হাসপাতালেও ভর্তির প্রয়োজন হবে না। 

  • 3/8

অধ্যাপক মণীন্দ্র আগ্রাওয়াল গাণিতিক মডেলের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে তুলনা টেনে বলেছেন যে, জনসংখ্যা এবং প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতার দিক থেকে উভয় দেশের পরিস্থিতি প্রায় একই রকম।

  • 4/8

গত ১৭ ডিসেম্বর ওমিক্রন সংক্রমণ তার শীর্ষস্তরে ছিল। এখন সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। অধ্যাপক আগরওয়াল আরও জানিয়েছেন যে, ফেব্রুয়ারির পরে ওমিক্রনের সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে।

  • 5/8

অধ্যাপক আগরওয়াল বলেন, 'দক্ষিণ আফ্রিকায় প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ৮০ শতাংশ। এর ভিত্তিতে আমরা বলতে পারি যে, দক্ষিণ আফ্রিকার মতো ভারতেও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়বে।

  • 6/8

তবে অধিকাংশ করোনা রোগীকেই হাসপাতালে ভর্তি হতে হবে না। কিন্তু রোগীদের শারীরিক অবস্থা কিছু ক্ষেত্রে গুরুতর হতে পারে বলে মনে হচ্ছে।’ এটি লক্ষণীয় যে, করোনা ভাইরাসের প্রথম এবং দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে অধ্যাপক আগরওয়াল যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা অধিকাংশ ক্ষেত্রেই মিলে গিয়েছিল।

  • 7/8

করোনার তৃতীয় তরঙ্গ এড়াতে মানুষকে ঘরে বসে নতুন বছর উদযাপন করার পরামর্শ দিয়েছিলেন অধ্যাপক আগরওয়াল। জনাকীর্ণ এলাকা থেকে যথাসম্ভব দূরে থাকার এবং মাস্ক পরার পরামর্শ দেন তিনি।

  • 8/8

অধ্যাপক আগরওয়াল বলেন, দিল্লির পরিস্থিতি খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি বলেন যে, দিল্লিতে ১৫ জানুয়ারি থেকে তৃতীয় তরঙ্গ তার শীর্ষস্তরে পৌঁছাতে পারে। এই সময়ে প্রতিদিন ৩৫ থেকে ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তবে সংক্রমণের মাত্রা চরমে থাকা সত্ত্বেও সে সময়ে হাসপাতালে ১২ হাজারেরও কম রোগী ভর্তি হবেন।

Advertisement
Advertisement