Advertisement

করোনা

করোনা কেড়েছে গৃহকর্তাকে, আর্থিক সঙ্কটে হুগলির পরিবার

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 13 May 2021,
  • Updated 8:23 AM IST
  • 1/6

করোনায় দ্বিতীয় ঢেউতে মৃত্যু (Corona Second Wave) মিছিল অব্যাহত। মৃতের সংখ্যা বাড়ছে দেশের প্রায় সব রাজ্যেই। পিছিয়ে নেই বাংলাও। আর করোনার কোপে কার্যত ভেসে গিয়েছে অনেক পরিবারও। 

  • 2/6

কোথাও হয়ত একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে শোকে পাথর বাকিরা, কোথাও আবার পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে নেমে এসেছে গভীর অর্থনৈতিক সঙ্কট।

  • 3/6

ঠিক যেমনটা হয়েছে হুগলির ভদ্রেশ্বরের (Bhadreswar) নারকেল বাগান কলোনীর একটি পরিবারের। এলাকার এক বাসিন্দা তরুণ রায়ের সম্প্রতি মৃত্যু হয়েছে। 

  • 4/6

কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তরুণবাবু ভদ্রেশ্বর পৌরসভার কর্মী ছিলেন। আপাতত পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। 

  • 5/6

কিন্তু পেনশনের টাকায় সংসার চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তরুণবাবুর ছেলেও বেকার। এই পরিস্থিতি সহযোগিতার আবেদন জানাচ্ছেন তাঁরা।

  • 6/6

এক্ষেত্রে সরকার, বা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনও সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে খুবই উপকার হয় বলে জানাচ্ছেন প্রয়াত তরুণ রায়ের স্ত্রী ও পুত্র। 

Advertisement
Advertisement