Advertisement

করোনা

পাননি টিকা, ফের Covid-এর শিকার দেশের প্রথম আক্রান্ত

Aajtak Bangla
  • ত্রিবান্দ্রম,
  • 13 Jul 2021,
  • Updated 7:50 PM IST
  • 1/6

দেশে  করোনাভাইরাসের কেস ক্রমশ হ্রাস পেলেও কেরলের পরিস্থিতি একেবারে উল্টো।  এবার খবর এল দেশের প্রথম করোনা আক্রান্ত ফের সংক্রমণের শিকার হয়েছেন। তাঁর রিপোর্ট  ইতিবাচক এসেছে। বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
 

  • 2/6


ভারতের প্রথম করোনার রোগী একজন মেডিকেল শিক্ষার্থী ছিলে। যিমি  গত বছর চিনের উহান থেকে ফিরে আসেন। উহান সেই  শহর যেখানে করোনার প্রথম কেস পাওয়া গিয়েছিল। দেশের প্রথম করোনার রোগী কেরলের ত্রিসুরের বাসিন্দা। তিনি উহানের মেডিক্যাল কলেজে পড়তেন। 
 

  • 3/6


ওই মেডিক্যাল স্টুডেন্টের কোভিড রিপোর্ট  গত বছরের ৩০ জানুয়ারি পজেটিভ আসে। এটিইছিল  দেশে করোনার প্রথম কেস।
 

  • 4/6

করোনা আক্রান্ত হলেও তিনি সেরে ওঠেন।  কিন্তু প্রায় দেড় বছর পর তিনি ফের কোভিডের  কবলে। ডিএমও ডাঃ কে জে রেনা জানিয়েছেন যে এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনও করোনার লক্ষণ নেই। অর্থাৎ  তিনি অ্যাসিপটোমেটিক এবং  বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তাঁকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ব্যক্তি অবশ্য  এখনও করোনার ভ্যাকসিন পাননি।
 

  • 5/6

তবে সংক্রমণ থেকে সেরে ওঠার পর করোনায় সংক্রামিত হওয়ার  এটি প্রথম ঘটনা নয়। দেশে এবং বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে কারোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও কেউ আবার করোনায় আক্রান্ত হয়েছেন।

  • 6/6

ওই মেডিক্যাল পড়ুয়া ২০২০ সালের  ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে ওঠেন।  দেশের প্রথম করোনা রোগী উহান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের মেডিকেল ছাত্র ছিলেন। গত বছর তিনি ছুটিতে বাড়িতে ফিরে এসেছিলেন এবং ৩০ শে জানুয়ারি, তার রিপোর্ট ইতিবাচক আসে। তিনি প্রায় তিন সপ্তাহ ত্রিসুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement
Advertisement