পর্যাপ্ত জোগানের অভাবে এখনও অনেকেরই করোনার টিকা নেওয়া হয়নি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে অনেককেই। এই পরিস্থিতিতে শয্যাশায়ী রোগী এবং অশতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের অনেকেরই টিকার একটি ডোজও নেওয়া হয়নি।
এবার এই পরিস্থিতির সমাধানে উদ্যোগী হল কলকাতা পুরসভা। গত শনিবারের সাংবাদিক বৈঠকে শহরের শয্যাশায়ী রোগী এবং অশতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের স্পেশাল ক্যাটিগরিতে বাড়ি গিয়ে টিকা দেওয়ার কথা জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
শয্যাশায়ী রোগী, শারীরিকভাবে অক্ষম বা ৮০ বছরের ঊর্ধ্বদের যাঁদের বয়স, তাঁদের বাড়ি গিয়ে টিকা দেবেন কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা। এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে।
যে সকল শারীরিকভাবে অক্ষম, শয্যাশায়ী রোগী অথবা ৮০ বছরের ঊর্ধ্বদের বাড়ি গিয়ে করোনার টিকা দেওয়া হবে, তাঁদের পরিবারের বাকি সদস্যদের একটি বা দু’টি ডোজের টিকাকরণের প্রমাণপত্র জমা দিতে হবে।
শুধুমাত্র স্পেশাল ক্যাটিগরির নাগরিকরাই বাড়িতে বসে করোনার টিকা নেওয়ার সুবিধা পাবেন। তাঁর পরিবারের অন্য কেউ বাড়িতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের কাছে আবেদন জানালেও টিকা মিলবে না।
এই বিশেষ সুবিধা পেতে কী ভাবে নাম নথিভুক্ত করতে হবে? স্পেশাল ক্যাটিগরির নাগরিকদের পরিবারের যে কোনও একজন সদস্যকে আগে পুরসভার সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে বা টিকাকরণ কেন্দ্রে এসে টিকা নেবেন যিনি, তাঁর আধার কার্ড, ফোন নম্বর, ডাক্তারের সার্টিফিকেট জমা দিতে হবে।
উল্লেখিত নথিগুলির পাশাপাশি ওই পরিবারের অন্যান্য সদস্যদের একটি বা দু’টি ডোজের টিকাকরণের প্রমাণপত্র বা সার্টিফিকেট জমা দিতে হবে। তার পর টিকা দেওয়ার আগে পুরসভার স্বাস্থ্যকর্মীরা যোগাযোগ করে নেবেন। এ মাসেই শুরু হচ্ছে এই বিশেষ পরিষেবা।