Advertisement

করোনা

Nasal Covid Vaccine: ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেকের Nasal Covid Vaccine!

Aajtak Bangla
  • 28 Jan 2022,
  • Updated 2:38 PM IST
  • 1/8

ইনজেকশনে ভয়! কোভিড টিকা নেওয়ার ক্ষেত্রে অন্তত ইনজেকশনে ভয়ের দিন এবার ফুরাতে চলল। কারণ, ইন্ট্রানাসাল বুস্টার ডোজ ট্রায়ালের জন্য ভারত বায়োটেককে (Bharat Biotech) অনুমতি দিল ড্রাগস্ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)।

  • 2/8

সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে ৯০০ জনের উপর প্রয়োগ করা হবে ভারত বায়োটেকের (Bharat Biotech) ইন্ট্রানাসাল কোভিড বুস্টার ডোজ।

  • 3/8

এ বিষয়ে DCGI-এর বিশেষজ্ঞ কমিটি (SEC) ভারত বায়োটেককে তার ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিনের জন্য 'ফেজ-III বুস্টার ডোজ স্টাডি'র জন্য অনুমোদন দিয়েছে।

  • 4/8

এটি ভারতের প্রথম ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিন। জানা গিয়েছে, এটির ট্রায়ালের অনুমোদনের জন্য ৩ সপ্তাহ আগেই প্রোটোকল জমা দিতে বলা হয়েছিল।

  • 5/8

ভারত বায়োটেক (Bharat Biotech) হল দ্বিতীয় সংস্থা যারা ভারতে তৃতীয় ডোজের ফেজ-৩ ট্রায়ালের জন্য আবেদন জমা দিয়েছে।

  • 6/8

ইন্ট্রানাসাল ভ্যাকসিনগুলিতে ওমিক্রনের মতো নতুন কোভিড-১৯ ভেরিয়েন্টের সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে।

  • 7/8

এই ইন্ট্রানাসাল কোভিড বুস্টার ডোজের ছাড়পত্র ওমিক্রনের বাড়ন্ত সংক্রমণ এবং দেশের বর্তমান কোভিড পরিস্থিতির নিরিখে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়।

  • 8/8

ইতিমধ্যেই দেশে Covidshield, Covaxin এবং Sputnik V  টিকার অনুমোদন মিলেছে। Covaxin DCGI এবং WHO-এর ইমার্জেন্সি ইউজ লিস্টিং (WHO EUL) থেকে ২৮ দিনের মাল্টি-ডোজ ভায়াল পলিসি (MDVP)-এর অধীনে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

Advertisement
Advertisement