Advertisement

করোনা

School Reopen In West Bengal : অনেক দিন পরে ক্লাসে, পড়ুয়াদের মনের জোর বাড়াতে শিলিগুড়ির স্কুলে চলবে রবীন্দ্রসঙ্গীত

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 15 Nov 2021,
  • Updated 4:19 PM IST
  • 1/6

ছাত্রীরা স্কুলে গিয়ে এবার শুনতে পাবে রবীন্দ্র সংগীত (Rabindra Sangeet)। ছাত্রীদের মনোবল বাড়াতে নতুন উদ্যোগ শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের। শুধু তাই নয় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত রকম কোভিড স্বাস্থ্যবিধি মেনেই চলবে পঠনপাঠন, জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা। তবে মঙ্গলবার থেকে যেহেতু স্কুল খুলছে, তাই তার আগে জোরকদমে চলছে স্যানিটাইজেশনের কাজ।
 

  • 2/6

করোনার জেরে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর ফের রাজ্যে খুলতে চলেছে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এতদিন পঠানপাঠন চলছিল অনলাইনে। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মুখ্যমন্ত্রীর (mamata Banerjee) নির্দেশে মঙ্গলবার খোলা হচ্ছে স্কুলগুলি। ইতিমধ্যে স্কুলগুলি মেরামতির জন্য অর্থও বরাদ্দ করেছে রাজ্য সরকার। 

  • 3/6

আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। তবে স্কুল, কলেজ খোলার আগে ভবনগুলিতে প্রয়োজনীয় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করতে হবে বলে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি শিলিগুড়ির স্কুলগুলোতেও চলছে রং, স্যানিটাইজেশনের কাজ। 

  • 4/6

বর্তমানে সরকারি নির্দেশিকা অনুযায়ী আগের মতো টিফিনের সময় খেলাধুলা করতে পারবে না ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রীদের মনোবল বাড়াতে রবীন্দ্রসঙ্গীত শোনানোর পরিকল্পনা করেছে শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়। 

  • 5/6

এই বিষয়ে শিলিগুড়ি (Siliguri) উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, 'প্রায় দেড় বছর ধরে করোনার জন্য ছাত্রীরা স্কুলে আসতে পারিনি। ১৬ নভেম্বর থেকে পুনরায় ছাত্রীরা স্কুলে আসবে। তার আগে সরকারি নিয়ম অনুসারে স্কুলগুলোতে রং ও স্যানিটাইজেশন করে পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ছাত্রীরা স্কুলের অফ পিরিয়ডে বা টিফিনের সময় বান্ধবীদের সঙ্গে খেলাধূলা করতে পারবে না। তাই তাদের মনোবল বাড়াতে রবীন্দ্রসঙ্গীত শোনানো হবে।' 

  • 6/6

অন্যদিকে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, 'দীর্ঘদিন ধরে ছাত্রদের সঙ্গে সামনাসামনি বসে আগের মতো পঠনপাঠনের অপেক্ষা করছিলাম। যতটা সম্ভব করোনা বিধি মেনে ছাত্রদের বসানো হবে। যেহেতু নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের পঠনপাঠন শুরু হবে তাই, ২৯টি ক্লাসরুম নেওয়া হয়েছে। স্কুল শুরু হওয়ার আগে ছাত্রদের ১০ মিনিট করোনা স্বাস্থ্যবিধি সংক্রান্ত বার্তা দেওয়া হবে।'

Advertisement
Advertisement