Advertisement

করোনা

কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার আগেই পড়ুয়াদের টিকা, নির্দেশ স্বাস্থ্য দফতরের

জ্যোতির্ময় দত্ত
  • কলকাতা,
  • 23 Sep 2021,
  • Updated 5:11 PM IST
  • 1/7

রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার আগেই সেখানকার সমস্ত পড়ুয়াকে টিকাকরণের (Vaccination) আওতায় আনতে হবে, এমনটাই নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। 

  • 2/7

এর জন্য সমস্ত জেলার জেলাশাসক (DM) ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। একইসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যদফতর সূত্রে জানা যাচ্ছে। 

  • 3/7

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের জারি করা এই নির্দেশিকাতে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য দফতর পড়ুয়াদের টিকাকরণের কর্মসূচি শুরু করবে।

  • 4/7

 এই বিষয়ে স্থানীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলোচনার জন্য জেলাশাসক ও মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

  • 5/7

এক্ষেত্রে কোন কলেজে কত জন পড়ুয়ার এখনও টিকা নেওয়া পাওয়া বাকি আছে, তার তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের কাছে পাঠাতে বলা হয়েছে। 

  • 6/7

প্রসঙ্গত করোনাকালে (Corona) দীর্ঘদিন ধরেই বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। প্রায় গোটা পড়াশোনাটাই চলছে অনলাইনে। 

  • 7/7

যদিও পুজোর পরে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা অবশ্য নির্ভর করছে করোনার তৃতীয় ঢেউয়ের ওপর। করোনার যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তা যদি বড়সড় আকার ধারণ না করে তাহলে পুজোর পর হয়ত খোলা হতে পারে স্কুল। 

Advertisement
Advertisement