২০২০ সালে চিন (China) থেকে বিশ্বের অন্যান্য দেশ ছড়িয়ে পড়ে করোনা (Corona)। ১ বছর পর ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আতঙ্কিত চিনের যুব সম্প্রদায়ের একটি বড় অংশ এখন থেকেই নিজেদের ভবিষ্যতের উইল তৈরি করার কাজ শুরু করে দিয়েছে।
চায়না রেজিস্ট্রেশন সেন্টরের একটি রিপোর্ট অনুযায়ী, করোনায় মৃত্যুর আতঙ্কে বেশিরভাগ যুবক যুবতী নিজেদের উইল তৈরি করছেন। এই বিষয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানাচ্ছে, চিনের বেশিরভাগ নাগরিক আগের চেয়ে আরও বেশি ইচ্ছাশক্তি নিয়ে উইল বানাচ্ছেন।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০-র মধ্যে ১৯৯০-এর পর জন্মগ্রহণ করা ছেলেমেয়েদের উইল তৈরি করার পরিমান বিগত বছরের চেয়ে ৬০ শতাংশ বেড়েছে। গত বছরের অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত উইলের জন্য পরামর্শে কেন্দ্রে আসা ব্যক্তিদের পরিমান তিনগুন বৃদ্ধি পেয়েছে। সম্পত্তি নিয়ে পরামর্শও নিচ্ছেন চিনের মানুষজন।
সিংহুয়ার তরফে জানানো হয়েছে, জিয়াওহং নামে এক ১৮ বছর বয়সী শিক্ষার্থী তার ২০ হাজার ইউয়ান এস্টেট সম্পত্তি প্রস্তুত করতে সাংহাই কেন্দ্রে গিয়েছিলেন।
তিনি তাঁর সম্পত্তি এক বন্ধুকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই বন্ধু কঠিন সময়ে তাঁকে সাহায্য করেছিলেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ৮০ শতাংশেরও বেশি যুবক-যুবতী অন্যকে নিজের সঞ্চিত অর্থ দিতে ইচ্ছুক।
গুয়াংডংয়ের চায়না উইল অর্গানাইজেশনের পরিচালক ইয়াং ইঙ্গি সিসিটিভিকে জানিয়েছেন, করোনা ভাইরাস চিনের বহু যুবককে মৃত্যু নিয়ে ভাবতে বাধ্য করেছে। তিনি বলেন, "মহামারীর কারণে যুব সম্প্রদায় বেশি ভাবতে শুরু করেছে। যুবক যুবতীরা ভাবছেন যে তাঁরা মারা গেলে তাঁদের বাবা মা ও সন্তানদের কে দেখবে। তাঁদের সম্পত্তির কী হবে।"
চিনের আইন অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের উইল বানাতে পারেন এবং ১৬ বছর বয়সীরা উপার্জনের ক্ষেত্র তৈরি করতে পারেন। চিনে মানুষের গড় আয়ু ৬৭ বছর।