Advertisement

Corona Cases In India : চতুর্থ ঢেউয়ের অশনি সংকেত! দেশে সংক্রমিত ৩৩২৪, আক্রান্ত বাড়ল রাজ্যেও

দেশে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের ৮৩.৫৪ শতাংশ রয়েছে দিল্লি, হরিয়ানা, কেরল, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে। শুধুমাত্র দিল্লিতেই রয়েছে ৪৫.৭৩ শতাংশ। অন্যদিকে এই সমের মধ্যে দেশে মৃত্যু হয়েছে ৪০ জনের। ফলে মৃতের সংখ্যা মোট বেড়ে হল ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 May 2022,
  • अपडेटेड 11:42 AM IST
  • ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা
  • দেশে কমল আক্রান্তের সংখ্যা
  • রাজ্যে বাড়ল আক্রান্ত

ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা গ্রাফ। দেশে করোনার ৩,৩২৪ টি নতুন কেস নথিভুক্ত করা হয়েছে, যা গতকালের তুলনায় ৯.৯% কম। দেশের পাঁচটি রাজ্যে সর্বোচ্চ সংখ্যক কেস নথিভুক্ত হয়েছে। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ০৯২ জন। গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০৮টি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, শনিবার আক্রান্তের ছিল ৩,৬৮৮। 

জানা গিয়েছে, দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫২০ জন, হরিয়ানায় ৪৯০ জন, কেরালায় ৩৩৭ জন, উত্তর প্রদেশে ২৭৫ জন এবং মহারাষ্ট্রে ১৫৫ জন৷ 

দেশে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের ৮৩.৫৪ শতাংশ রয়েছে দিল্লি, হরিয়ানা, কেরল, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে। শুধুমাত্র দিল্লিতেই রয়েছে ৪৫.৭৩ শতাংশ। অন্যদিকে এই সমের মধ্যে দেশে মৃত্যু হয়েছে ৪০ জনের। ফলে মৃতের সংখ্যা মোট বেড়ে হল ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। 

বাংলার চিত্র
এদিকে যদি বাংলার দিকে নজর রাখা যায় তবে দেখা যাবে, শেষ রিপোর্ট অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ জন। সংখ্যাটা তার আগের দিনের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন আরও ২৪ জন। আর সবচেয়ে বড় কথা সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। 

আরও পড়ুনডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে ওজন কমানো, তরমুজের বীজের ফায়দা জানলে আর ফেলবেন না!


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement