Advertisement

Coronavirus New Variant : ১২৯ দিন পর ফের 'ভয়ানক' করোনা, আক্রান্ত হাজারেরও বেশি

সকাল ৮টা নাগাদ মন্তব্য তথ্য অনুযায়ী, দেশে করোনার শুরু থেকে এখন পর্যন্ত রেকর্ড করা সংক্রমণের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ (৪,৪৬,৯৫,৪২০)। মোট কেসের মধ্যে, ০.০১ শতাংশ সক্রিয়। অন্যদিকে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪১,৫৮,৭০৩। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী করোনভাইরাস টিকা প্রচার অভিযানের আওতায় এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ২২০.৬৫ কোটি ডোজ দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Mar 2023,
  • अपडेटेड 1:20 PM IST
  • ফের চোখ রাঙাচ্ছে করোনা
  • বাড়ছে আক্রান্ত
  • জানুন সর্বশেষ তথ্য

ফের বাড়তে বাড়ছে ভারতে COVID-19। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে ১২৯ দিন পর একদিনে ১,০০০-টিরও বেশি নতুন COVID-19 কেস নথিভুক্ত হয়েছে। এই নিয়ে দেশে করোনার সক্রিয় মামলা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯১৫। গত ২৪ ঘন্টায় মোট ১,০৭১ টি নতুন কেস নথিভুক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৩ জনের। মৃতরা হলেন রাজস্থান, মহারাষ্ট্র ও কেরালার বাসিন্দা। ফলের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩০,৮০২। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। 

সকাল ৮টা নাগাদ মন্তব্য তথ্য অনুযায়ী, দেশে করোনার শুরু থেকে এখন পর্যন্ত রেকর্ড করা সংক্রমণের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ (৪,৪৬,৯৫,৪২০)। মোট কেসের মধ্যে, ০.০১ শতাংশ সক্রিয়। অন্যদিকে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪১,৫৮,৭০৩। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী করোনভাইরাস টিকা প্রচার অভিযানের আওতায় এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ২২০.৬৫ কোটি ডোজ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক দিনে ভারতে করোনভাইরাসের সাম্প্রতিক বৃদ্ধির পিছনে থাকতে পারে কোভিড ১৯ XBB ভেরিয়েন্টের সাব-ভেরিয়েন্ট XBB ১.১৬। একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের শুক্রবারের তথ্য অনুসারে, ভারতে করোনার XBB ১.১৬ (XBB 1.16) ভেরিয়ান্টের সর্বাধিক সংখ্যক কেস রেকর্ড করা হয়েছে। সর্বশেষ বুলেটিন অনুসারে, ভারতে ৪৮টি, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ এবং ১৫টি এই ভেরিয়ান্টের কেস নথিভুক্ত হয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ হতে পারে
নতুন ভেরিয়ান্টটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই সেটি মারাত্মক হিসেবে দেখা হচ্ছে। ভাইরাস মোকাবেলার অতীত অভিজ্ঞতা অনুযায়ী, কোভিড ভাইরাসের নতুন মিউটেশন (Coronavirus New Variant) রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে পারে বলেও মনে করা হচ্ছে। 

আরও পড়ুন - শরীরে ভুলেও যেন না যায় অতিরিক্ত নুন, হতে পারে মৃত্যুও

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement