Advertisement

Corona Update In West Bengal : ফের চোখ রাঙাচ্ছে করোনা, সতর্ক থাকা ও কমিটি গড়ার নির্দেশ মমতার

দিন দুয়েক আগেই মিলেছিল স্বস্তির খবর৷ প্রায় পৌনে তিন বছর পরে অবশেষে করোনা শূন্য হয় রাজ্য। বিগত প্রায় মাস দেড়েক ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে। রবিবার সংখ্যাটা শূন্যয় পৌঁছয় (Corona Situation In West Bengal)। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। ২০ তারিখের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭ জন।

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2022,
  • अपडेटेड 6:53 PM IST
  • চিনে ফের করোনার প্রকোপ
  • সতর্ক থাকার নির্দেশ মমতারও
  • গড়তে বললেন কমিটি

আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চিন-সহ বিভিন্ন দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করছে কেন্দ্র। আগাম সতর্ক থাকার নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। নবান্নে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের প্রস্তুতি থেকে বড়দিনের উৎসব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি চিনের করোনা পরিস্থিতি জানার পর মুখ্যমন্ত্রী বলেন, 'চিন তো রেস্ট্রিকশন করছে না। আমাদের হেলথ ডিপার্টমেন্টকে খবর রাখতে বলব। যোগী-সহ হেলথ ডিপার্টমেন্টকে বলো একটা কমিটি তৈরি করতে। ভাল করে একটা টিম তৈরি করো। জেনোম সিকোয়েন্স-সহ সব ধরনের সার্ভিলেন্স রাখতে হবে।'

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই মিলেছিল স্বস্তির খবর৷ প্রায় পৌনে তিন বছর পরে অবশেষে করোনা শূন্য হয় রাজ্য। বিগত প্রায় মাস দেড়েক ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে। রবিবার সংখ্যাটা শূন্যয় পৌঁছয় (Corona Situation In West Bengal)। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। ২০ তারিখের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭ জন।

বিশ্বের চিত্র (Corona Update In World)
গত এক সপ্তাহে বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন, ৩,৬৩২,১০৯ জন। শুধুমাত্র জাপানেই আক্রান্ত হয়েছেন ১,০৫৫,৫৭৮ জন। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় ৪৬০,৭৬৬, ফ্রান্সে ৩৮৪,১৮৪, ব্রাজিলে ২৮৪,২০০, আমেরিকায় ২৭২,০৭৫, জার্মানিতে ২২৩,২২৭ , হংকং-এ ১০৮,৫৭৭ ও তাইওয়ানে ১০৭,৩৮১ জন আক্রান্ত হয়েছেন। যদি মৃত্যুর পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে, গত ৭ দিনে শুধুমাত্র জাপানেই মারা গিয়েছেন ১,৬৭০ জন। এছাড়াও আমেরিকায় ১,৬০৭, দক্ষিণ কোরিয়ায় ৩৩৫, ফ্রান্সে ৭৪৭, ব্রাজিলে ৯৭৩, জার্মানিতে ৮৬৮, হংকং-এ ২২৬, তাইওয়ানে ২০৩ এবং ইতালিতে ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

চিনে 'করোনা বিস্ফোরণ' 
চিনে ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে করোনা। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২৩-এ চিনে কার্যত 'করোনা বিস্ফোরণ' হতে পারে। তাতে মৃত্যু হতে পারে বহু মানুষের। তবে চিন ফের একবার করোনায় আক্রান্তের সংখ্যা গোপন করতে শুরু করেছে বলে অভিযোগ উঠছে। 

আরও পড়ুন - শীতে কোলেস্টেরকে বাগে এনে সুস্থ রাখুন হার্ট, ডায়েট থেকে আজই বাদ দিন ৫ খাবার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement