Advertisement

রেমডেসিভির কালোবাজারির অভিযোগে নয়ডায় গ্রেফতার যুবক, ধৃতেরই রিপোর্ট পজিটিভ

রেমডেসিভির ইঞ্জেকশানের (Remdesivir Injection) কালোবাজারির অভিযোগে আদতে দিল্লির বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ ও ক্রাইম ব্র্যাঞ্চ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে জানা যায় ওই যুবক করোনায় আক্রান্ত। তারপরেই ক্রাইম ব্র্যাঞ্চ ও জেলা পুলিশের দলটিকে আইসোলেশানে পাঠানো হয়েছে। 

ধৃত যুবকধৃত যুবক
Aajtak Bangla
  • নয়ডা,
  • 26 Apr 2021,
  • अपडेटेड 7:30 PM IST
  • রেমডেসিভির কালোবাজারির অভিযোগে ধৃত
  • নয়ডায় ধৃত যুবকের করোনা পজিটিভ
  • ধৃত যুবক ও পুলিশ দলকে পাঠানো হল আইসোলেশানে

রেমডেসিভির ইঞ্জেকশানের (Remdesivir Injection) কালোবাজারি রুখতে চলছে ধরপাকড়। কোথাও এই অসাধু ব্যবসায়ীরা রেমডেসিভির হাসপাতাল থেকে চুরি করছে, কোথাও আবার এটি আলাদা ভাবে মজুদ করা হচ্ছে। এই অবস্থায় নয়ডা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নয়ডার একটি স্কুলের কাছ থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। কিন্তু সেই যুবকই করোনা (Corona) পজিটিভ। বিষয়টি জানার পরেই ওই যুবক ও তাকে গ্রেফতার করা পুলিশ দলের সদস্যদের আইসোলেশানে পাঠানো হয়েছে। 

ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) গৌতম বুদ্ধ নগরের। ওই এলাকায় থেকে রেমডেসিভির ইঞ্জেকশানের (Remdesivir Injection) কালোবাজারির অভিযোগে আদতে দিল্লির বাসিন্দা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ ও ক্রাইম ব্র্যাঞ্চ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে জানা যায় ওই যুবক করোনায় আক্রান্ত। তারপরেই ক্রাইম ব্র্যাঞ্চ ও জেলা পুলিশের দলটিকে আইসোলেশানে পাঠানো হয়েছে। 

নয়ডা সেক্টর ২০ থানার পুলিশ ও ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকরা যৌথ ভাবে অভিযান চালিয়ে রচিত ঘাই নামে ওই যুবককে গ্রেফতার করে। রেমডেসিভির ইঞ্জেকশান ব্ল্যাকে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটা রেমডেসিভির ৬০ থেকে ৮০ হাজার টাকার বিক্রি করত সে। তার কাছ থেকে ১০৫টি রেমডেসিভির ইঞ্জেকশান এবং নগদ গেড় লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি অন্য বিদেশি সংস্থার ইঞ্জেকশানও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন

এরপর প্রোটোকল অনুযায়ী ধৃতের আরটিপিসিআর টেস্ট করানো হয়। কিন্তু রিপোর্ট আসার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে পুলিশ ও ক্রাইম ব্র্যাঞ্চের আধিকারিকদের। রিপোর্টে জানা যায় ওই যুবক করোনা পজিটিভ। এরপরেই তাদের পাঠানো হয় আইসোলেশানে।

 

Read more!
Advertisement
Advertisement