রাজ্যের হাতে আর রইল না টিকাকরণ। পুরোটাই এবার কেন্দ্রের হাতে ফিরে যাচ্ছে। আজ অর্থাত্ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের এটাই নির্যাস। এত দিন টিকাকরণের ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের হাতে ছিল। ২১ জুন থেকে গোটা দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে ফ্রি ভ্যাকসিন দেওয়ার কথাও ঘোষণা করেছেন মোদী।
আরও পড়ুন: মোদীর গিফট! যোগ দিবস থেকে ১৮ বছরের ঊর্ধ্বে গোটা দেশে ফ্রি ভ্যাকসিন
প্রধানমন্ত্রী মোদী জানান, বেসরকারি হাসপাতালগুলিতেও টিকাকরণ জারি থাকবে। যাঁরা ফ্রি ভ্যাকসিন নিতে রাজি নন, তাঁরা বেসরকারি হাসপাতালে টাকা দিয়ে টিকা নিতে পারবেন। তবে এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের প্রতি ডোজে ১৫০ টাকার বেশি সার্ভিস সার্জ বা সারচার্জ নিতে পারবে না।
ফ্রি রেশন নভেম্বর পর্যন্ত বাড়ল
মোদী জানান, আগের বছরে যখন করোনার জন্য লকডাউন শুরু করা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী অন্ন যোজনায় ৮০ কোটি মানুষের ফ্রি রেশন ব্যবস্থা শুরু করা হয়েছিল। এবছরও দ্বিতীয় ঢেউয়ের জেরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাকে আরও বাড়িয়ে নভেম্বর পর্যন্ত ৮০ কোটির বেশি দেশবাসীকে প্রতিমাসে ফ্রি-তে রেশন দেওয়া হবে। যাতে কোনও গরিব মানুষ না খেয়ে থাকেন।
যারা টিকা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন, তারা মানুষের জীবন নিয়ে খেলছেন
টিকা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে মোদী বলেন, যারা ভ্যাকসিন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন, তারা জীবন নিয়ে খেলা করছেন মানুষের। এদের থেকে সতর্ক থাকুন। আমি সবাইকে অনুরোধ করছি, টিকা নিয়ে সচেতনতা বাড়াতে যুব সম্প্রদায় এগিয়ে আসুন। করোনা এখনও যায়নি। আমাদের সাবধান থেকে করোনা থেকে বাঁচতে নিয়ম পালন করতে হবে। আমার বিশ্বাস, আমরা করোনা থেকে জিতবই।